মার্চে নয়, এপ্রিলে বঙ্গবন্ধু গোল্ড কাপ

bb cup logoআগামী মার্চের শেষদিকে শুরু হওয়ার কথা ছিল বঙ্গবন্ধু গোল্ড কাপের নতুন আসর। কিন্তু পরিকল্পনামতো মাঠে নামছে না এ টুর্নামেন্ট।

বঙ্গবন্ধু গোল্ড কাপের তৃতীয় আসর পিছিয়ে যাচ্ছে। মার্চ মাসের তৃতীয় সপ্তাহে এ প্রতিযোগিতা মাঠে নামানোর পরিকল্পনা নিয়েই এগোচ্ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কিন্তু বিভিন্ন পারিপার্শিকতায় টুর্নামেন্টটি তারা প্রস্তাবিত সময়ে শুরু করতে পারছে না। এপ্রিলের প্রথম সপ্তাহেই মাঠে গড়াবে টুর্নামেন্টটি।

টুর্নামেন্ট প্রস্তাবিত সময়ে মাঠে না গড়ানোর কারণগুলোর মধ্যে জাতীয় ফুটবল দলের কোচ চূড়ান্ত না হওয়া ও ক্যাম্প শুরু না হওয়া অন্যতম। বিকেএসপিতে কন্ডিশনিং ক্যাম্প করেছেন ৫০ জনের বেশি ফুটবলার, কিন্তু দল চূড়ান্ত হয়নি কোনও কোচ না থাকায়। বাফুফে দেশি কোচ দিয়ে কাজ চালাবে নাকি বিদেশি কোচ আনবে তা এখনও চূড়ান্ত হয়নি। 

এর পরে রয়েছে ঢাকায় মার্চের শেষে অনুষ্ঠিতব্য ৬ জাতির ইমার্জিং কাপের আসর। ২৫ মার্চ থেকে শুরু হয়ে ৫ এপ্রিল পর্যন্ত চলবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এই টুর্নামেন্ট। একই সময়ে বঙ্গবন্ধু গোল্ড কাপ চালালে তা প্রচার মাধ্যমে প্রত্যাশিত কাভারেজের মাত্রা পূর্ণ নাও হতে পারে। 

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দীন বেশ কিছুদিন ধরে আছেন বিদেশে। দুই একদিনের মাঝে দেশে ফিরবেন তিনি। তার প্রত্যাবর্তনের পর টুর্নামেন্টের দিনক্ষন চূড়ান্ত হবে। 

২০১৫ সালে অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ড কাপের প্রথম আসরে বাংলাদেশেকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মালয়েশিয়া। ২০১৬ সালে শিরোপা জিতে নেয় নেপাল।

/আরএম/এফএইচএম/