বার্সেলোনার চিন্তা মাথাতেও আনেননি সাম্পাওলি

হোর্হে সাম্পাওলিকোনও একদিন লিওনেল মেসির কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন হোর্হে সাম্পাওলি। চলতি মৌসুম শেষে সেটা পূরণের ভালো সুযোগ আছে তার। কারণ লুই এনরিকে বিদায় বলছেন বার্সেলোনাকে। কিন্তু সেভিয়ার বর্তমান কোচ জানালেন, ন্যু ক্যাম্পে যাওয়ার কোনও সম্ভাবনা তার নেই।

বৃহস্পতিবার অ্যাথলেটিক বিলবাওর বিপক্ষে ১-০ গোলে জয়ী সেভিয়ার কোচের মন এখন লা লিগা শিরোপার দিকে। শীর্ষস্থান থেকে মাত্র দুই পয়েন্ট দূরে। তাই মৌসুমের মাঝামাঝি সময়ে এসে ‘আজেবাজে’ কোনও চিন্তা মাথায় আনতে চান না সাম্পাওলি। মার্কা তার উদ্ধৃতি দিয়ে লিখেছে, ‘বার্সেলোনার চাকরি? এই প্রশ্নের কোনও উত্তর নেই কারণ আমার মাথাতেই আসেনি বিষয়টা।’

সংবাদমাধ্যমের খবরের প্রতিক্রিয়ায় চিলির দুটি কোপা আমেরিকাজয়ী সাবেক কোচ বলেছেন, ‘কী বলা হয়েছে আমার কোনও ধারণা নেই। মৌসুমের এই পর্যায়ে এসে প্রার্থী নিয়ে কথা বলা অনর্থক। সেভিয়ার এ প্রকল্পের সঙ্গে আমি মৃত্যু পর্যন্ত আছি।’ এমনকি ইউরোপা লিগের সাবেক চ্যাম্পিয়নদের সঙ্গে চুক্তি বাড়ানো হবে জানালেন সাম্পাওলি। সূত্র- ইএসপিএনএফসি

/এফএইচএম/