মেসি ছাড়া আর্জেন্টিনা ‘সাধারণ মানের’

lionelmessi-cropped_15jo89dejcb8m1vzxe7r8565fi

২০১৮ বিশ্বকাপের টিকিট পাওয়ার দৌড়ে বেশ কঠিন জায়গায় গত বিশ্বকাপের রানারআপ দল। দলটির সাবেক প্লেমেকার হুয়ান রোমান রিকুয়েলমের মতে, কয়েক ম্যাচে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর অনুপস্থিতির কারণেই এই অবস্থা দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

রিকুয়েলমের বিশ্বাস লিওনেল মেসিকে ছাড়া আর্জেন্টিনা একেবারে সাধারণ মানের একটি দল। ঠিক যেমনটা ক্রিস্তিয়ানো রোনালদোকে ছাড়া রিয়াল মাদ্রিদ।

এদগার্দো বাউজার আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাইয়ে খানিকটা পিছিয়ে। লাতিন আমেরিকান অঞ্চলের পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে তারা। দলের ১২ ম্যাচে যেখানে মেসি খেলেছেন মাত্র ৫ ম্যাচ।

আর্জেন্টিনার জার্সিতে ৫১ ম্যাচ খেলা রিকুয়েলমে মনে করেন, মেসির অনুপস্থিতিতে আলবিসেলেস্তেরা অন্য আর ৮-১০টা দলের মতোই। একই অবস্থা রোনালদোর রিয়াল মাদ্রিদের। চারবারের ব্যালন ডি’অরজয়ী পর্তুগিজকে ছাড়া স্প্যানিশ জায়ান্টরা একেবারে স্বাভাবিক একটি দল।

চিলির চ্যানেল থার্টিনকে রিকুয়েলমে বলেছেন, ‘মেসিকে ছাড়া আর্জেন্টিনা একটি সাধারণ দল। এটার কারণ, সে বিশ্বের সেরা খেলোয়াড়। ক্রিস্তিয়ানো রোনালদোকে ছাড়াও রিয়াল মাদ্রিদের একই অবস্থা।’ সূত্র- গোলডটকম

/এফএইচএম/