২৩ এপ্রিল বার্সেলোনা খেলবে রিয়ালের মাঠে

hqdefaultলা লিগায় এক ম্যাচ কম খেলে বার্সেলোনাকে পেছনে রেখে শীর্ষে রিয়াল মাদ্রিদ। দুই দলের ব্যবধান মাত্র দুই পয়েন্টের। তাই এক নম্বরে থেকেও শিরোপা পুনরুদ্ধারে রিয়াল চাপে। চাপে আছে বার্সেলোনাও। দুই দলকেই জয়ের ধারা ধরে রাখতে হবে। তবে একে অপরকে টেক্কা দেওয়ার ভালো সুযোগ পাবে ২৩ এপ্রিল।

এখন পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল দ্বিতীয়বার মুখোমুখি হবে এপ্রিলের শেষ সপ্তাহে। গত ডিসেম্বরে ন্যু ক্যাম্পে শেষ মুহূর্তের গোলে জয়বঞ্চিত হওয়া বার্সা এবার নামবে রিয়ালের মাঠে। সান্তিয়াগো বার্নাব্যুতে মৌসুমের দ্বিতীয় লা লিগা এল ক্লাসিকোর দিন নিশ্চিত করেছে স্প্যানিশ লিগ কর্তৃপক্ষ।

লিগের ৩৩তম ম্যাচে রিয়াল ও বার্সেলোনা মুখোমুখি হবে। এর আগে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে ফিরতি লেগে মাদ্রিদের ক্লাব ১৮ এপ্রিল লড়বে বায়ার্ন মিউনিখকে, আর ২৪ ঘণ্টা পর জুভেন্টাসের বিপক্ষে খেলবে কাতালানরা।

এ মৌসুমে প্রথম দেখায় সের্হিয়ো রামোসের শেষ মিনিটের হেডে ১-১ গোলে ড্র করেছিল রিয়াল। ওই জয়ে তখন বার্সাকে ছয় পয়েন্টে পেছনে ফেলেছিল জিনেদিন জিদানের দল। লা লিগায় লুই এনরিকের জন্য এটাই হবে লা লিগায় শেষ এল ক্লাসিকো। মৌসুম শেষে বার্সাকে বিদায় জানাবেন তিনি। সূত্র- ইএসপিএনএফসি

/এফএইচএম/