মোহনবাগানের বিপক্ষে আক্রমণভাগ নিয়ে চিন্তিত আবাহনী

abahani_d-b_0_0এএফসি কাপে ‘ই’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে ঐতিহ্যবাহী মোহনবাগানের বিপক্ষে খেলার জন্য রবিবার কলকাতার উদ্দেশে দেশ ছাড়বে ঢাকা আবাহনী। গুরুত্বপূর্ণ এই ম্যাচটি হবে ৪ এপ্রিল।

গত ১৪ মার্চ ঢাকায় মালদ্বীপের মাজিয়া এফআরসির বিপক্ষে ২-০ গোলে হারা আবাহনীর জন্য অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। মোহনবাগানও তাদের প্রথম ম্যাচে স্বদেশী এফসি বেঙ্গালুরুর বিপক্ষে ২-১ গোলে হেরে যাওয়ায় কলকাতার রবীন্দ্র সরোবরে জয়ের জন্য থাকবে মুখিয়ে। আর বিষয়টি ভালোভাবেই জানেন দলের ম্যানেজার সত্যজিৎ দাস রুপু, ‘আমরা আমাদের রক্ষণভাগ ও আক্রমণভাগ নিয়ে কাজ করেছি, মাজিয়ার বিপক্ষে যে ভুলগুলো করেছিলাম, তা শোধরানোর চেষ্টা করেছি। তবে আমরা আক্রমণভাগ নিয়েই বেশি চিন্তিত, কারণ গোলের সুযোগ তৈরি করেছি কিন্তু ফিনিশিংয়ে দুর্বলতা কাটাতে পারিনি।’

বাংলাদেশ দলের ম্যানেজার আরও বললেন, ‘এর মাঝে আমরা ঢাকায় থাকা বিদেশি খেলোয়াড়দের নিয়ে গঠিত একাদশের বিপক্ষে একটি প্র্যাকটিস ম্যাচ খেলেছিলাম। সেটিতে ১-১ গোলে ড্র করেছি। আমাদের উদ্দেশ্য ছিল শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলা। কারণ নিজ মাঠে মোহনবাগান তেতে থাকবে জয়ের জন্য।’

/আরএম/কেআর/