‘আরেকটি ফেরার গল্প লেখা সম্ভব’

neymar-cropped_dgsuq1k6pghe1kkccdnanq932চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠতে রূপকথা জন্ম দিয়ে ফিরেছিল বার্সেলোনা। প্যারিস সেন্ত জার্মেইকে হারিয়ে করেছিল অসাধ্য সাধন। সেই জয় থেকেই প্রেরণা নিচ্ছেন বার্সা তারকা নেইমার। এবার জুভেন্টাসকে হারিয়ে আরেকটি রূপকথার জন্ম দেওয়ার প্রত্যাশা করেছেন ব্রাজিলীয়  এই তারকা। বলেছেন, ‘সব কিছু ভালো হলে আরেকটি ফেরার গল্প লেখা সম্ভব। আমি আমার দল ও নিজেদের সক্ষমতার ওপর আস্থা রাখি।’

বুধবার দ্বিতীয় লেগে ন্যু ক্যাম্পে জুভেন্টাসের মুখোমুখি হবে বার্সা। ৩-০ গোলে পিছিয়ে থেকেই দ্বিতীয় লেগে খেলতে হবে নেইমারদের। এমন প্রতিকূল অবস্থায় পিএসজি ম্যাচের মতো জ্বলে ওঠার প্রত্যয় ব্রাজিলীয় তারকার কণ্ঠে, ‘আমাদের বিশ্বাস রাখতে হবে যে আমরা পারি। আমরা যে কোনও দলের পেছনে থাকতে পারি। কিন্তু যখন বার্সায় খেলা হয়, তখন সব কিছু আগের মতোই থাকে।’

প্রথম লেগে হারের পর ফিরতি লেগে খেলতে হবে দুর্দান্ত। সেই ম্যাচকে ঘিরে উচ্চাশা ব্যক্ত করলেন না নেইমার, ‘আমাদের সব কিছুই গেছে। বলতে গেলে আমাদের হারানোর কিছু নেই, কিন্তু জয়ের জন্য সব কিছুই আছে।’

নেইমার আরও যোগ করে বলেন, ‘জুভেন্টাস অনেক ভালো দল। সব দিক থেকেই ওরা সাজানো গোছানো। তাই ফেরার লড়াইটা কঠিন হবে।’

পিএসজির বিপক্ষে ম্যাচের মতো এই ম্যাচেও মিল খুঁজছেন নেইমার। সেটার ব্যাখ্যা এভাবেই দিলেন তিনি, ‘পিএসজির মতোই অবস্থা এখন। বলতে গেলে পরের পর্বে যাওয়ার সুযোগ আমাদের এক শতাংশ। আর বাকিটা হলো- পরিশ্রম, বিশ্বাস, ইচ্ছা এবং লক্ষ্য। এই সব কিছুই সেদিন প্রয়োজন হবে।’

/এফআইআর/