বার্সার বিপক্ষে বেলের থাকা নিয়ে সংশয়

garethbale-cropped_156luj1krrmeo14xleje37uasiএখনও সু্স্থ হয়ে উঠতে পারলেন না রিয়াল মাদ্রিদ তারকা গ্যারেথ বেল। কাফ ইনজুরিতে পড়ে এবার বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোতেও তার থাকা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এমনকি মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে বায়ার্নের বিপক্ষেও খেলা হচ্ছে না ওয়েলসম্যান তারকার।

চ্যাম্পিয়ন্স লিগে প্রথম লেগে দ্বিতীয়ার্ধের খেলার পরই বদলি হয়ে যেতে হয়েছিল বেলকে। ম্যাচটি ২-১ ব্যবধানে জিতলেও চোট নিয়ে মাঠ ছাড়তে হয় রিয়াল তারকাকে। অবশ্য এই মৌসুমেই তিন মাসের জন্য ছিলেন সাইড লাইনে। গোড়ালিতে অস্ত্রপচার করাতে মাঠের বাইরে থাকতে হয়। তাই নতুন করে পাওয়া চোটে তাকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাননা কোচ জিনেদিন জিদান, ‘দলের সঙ্গে খেলতে ও অনেক পরিশ্রম করছে। তিন মাসের চোটের পর সব কিছুই করছে। নতুন করে খেলতে মুখিয়েও আছে। কিন্তু নতুন করে কিছু সমস্যা দেখা দেওয়াতে কিছু ঝামেলা হয়েছে। তবে আশা করছি তাতে কিছু হবে না। কিছুদিনের মধ্যেই হয়তো ফিরে আসবে। মঙ্গলবারের জন্য এখনও সে প্রস্তুত নয়। তাই আশা করছি কয়েক দিনের মধ্যে হয়তো সে ফিরে আসবে।’

কয়েক দিন পরেই ক্লাসিকোতে বার্সার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। এই অবস্থায় এই ম্যাচে বেল থাকবেন কিনা এ নিয়ে জানতে চাওয়া হলে কোচ জিদানের উত্তর, ‘আমি জানি না। আশা করছি যাতে ও আমাদের সঙ্গে থাকে। কিন্তু আমি নিশ্চিত করে কিছু্ বলতে পারছি না।’

/এফআইআর/