এবার ফিরছেন তিনি ‘শত্রু’ হয়ে

কার্লো অ্যানচেলত্তিতার হাত ধরেই অধরা ‘দেসিমা’ মুঠোবন্দি করেছিল রিয়াল মাদ্রিদ। এক যুগের অপেক্ষার অবসান ঘটিয়ে সান্তিয়াগো বার্নাব্যুতে ফেরে চ্যাম্পিয়নস লিগ শিরোপা। বিদায়টা যদিও সুখকর হয়নি কার্লো অ্যানচেলত্তির, ইউরোপিয়ান শিরোপা জেতানোর পরও বরখাস্ত হয়ে বার্নাব্যু ছাড়তে হয় যে ইতালিয়ান কোচকে! ২০১৫ সালে চাকরি হারানোর পর আবার স্পেনের রাজধানীতে ফিরছেন অ্যানচেলত্তি।

২০১৪ সালে মাদ্রিদে ফিরেছিলেন তিনি বীরের বেশে। এক যুগের অপেক্ষা শেষে রিয়ালের ঘরে ফিরেছিল চ্যাম্পিয়নস লিগ ট্রফি। সেই ২০০১-০২ মৌসুমে শেষবার রিয়াল জিতেছিল তাদের নবম ইউরোপিয়ান শিরোপা, তার পর থেকে দশম মানে ‘দেসিমা’র অপেক্ষা। সেই অপেক্ষা শেষ হয় অ্যানচেলত্তির হাত ধরে। লিসবনের ফাইনালে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে জিতে ইউরোপিয়ান টুর্নামেন্টটির দশম শিরোপা জেতে মাদ্রিদের অভিজাতরা।

সংখ্যাটা ১১ হতেও সময় নেয়নি, এক মৌসুম পর আবার বার্নাব্যুতে শিরোপা আনে রিয়াল। এবার জিনেদিন জিদানের হাত ধরে, যিনি আবার বছর দুয়েক আগে সহকারী হিসেবে কাজ করেছেন অ্যানচেলত্তির। তখনকার গুরু-শিষ্য এবারের চ্যাম্পিয়নস লিগে দাঁড়িয়ে গেছেন একে অন্যের প্রতিদ্বন্দ্বী হিসেবে। আলিয়েঞ্জ অ্যারেনায় প্রথম লেগে শিষ্যের কাছে হেরে গেছেন কিন্তু গুরু অ্যানচেলত্তি। ২-১ গোলে ঘরের মাঠে হেরে যাওয়ায় দ্বিতীয় লেগ জিততেই হবে বায়ার্ন মিউনিখকে। আর সেই মিশন সামনে নিয়েই বার্নাব্যুতে ফিরছেন সাবেক এসি মিলান কোচ।

রিয়ালে যোগ দিয়েছিলেন অ্যানচেলত্তি ২০১৩ সালে। দায়িত্ব নেওয়ার প্রথম মৌসুমেই ইতালিয়ান কোচ করেন বাজিমাত। শুরুর মৌসুমে চ্যাম্পিয়নস লিগে নিজের সামর্থ্যের প্রমাণ দেওয়া এই কোচ লা লিগার অবশ্য মোটেও সুবিধা করতে পারেননি। ক্লাব কর্তৃপক্ষ তাই বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় এক মৌসুম পরই। এরপর এক বছর বিরতি দিয়ে অ্যানচেলত্তি কাজে ফেরেন বায়ার্নের কোচ হয়ে। এই জার্মান ক্লাব নিয়েই বার্নাব্যুতে ফিরছেন অ্যানচেলত্তি।

বরখাস্ত করলেও রিয়ালের প্রতি কোনও ক্ষোভ-রাগ নেই তার। পেশাদারী ফুটবলের জীবনটা খুব ভালো করে জানেন বলেই ক্লাবের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন তিনি। আর সে কারণেই এখনও রিয়াল কিংবা দলটির খেলোয়াড়দের প্রশংসা ঝরে অ্যানচেলত্তির কণ্ঠে।

আজ (মঙ্গলবার দিবাগত রাত) সেই পুরনো দল ও শিষ্যদের বিপক্ষে নতুন করে মাঠে নামবেন তিনি। মঞ্চটা খুব চেনা, তিন বছর কাজ করে গেছেন না বার্নাব্যুতে! মার্কা

/কেআর/