যেখানে রোনালদো সবাইকে ছাড়িয়ে

‘রেকর্ডম্যান’ রোনালদোথামানোই যাচ্ছে না তাকে। মৌসুমের শেষ দিকে যেন হয়ে উঠেছেন আরও ভয়ঙ্কর। দরকারের সময় গোল করে নিশ্চিত করছেন রিয়াল মাদ্রিদের জয়। করলেন সেল্তা ভিগোর বিপক্ষে বুধবার রাতেও। ক্রিস্তিয়ানো রোনালদোর জোড়া লক্ষ্যভেদেই তো রিয়াল ফিরেছে ৪-১ গোলের জয় নিয়ে। তাতে একটা রেকর্ডও গড়ে ফেলেছেন পতুর্গিজ যুবরাজ। ইউরোপের শীর্ষ লিগগুলোর সর্বোচ্চ গোলদাতা এখন রিয়াল উইঙ্গার।   

সেভিয়ার বিপক্ষে আগের ম্যাচেই গোল করে ধরে ফেলেছিলেন এতদিন এককভাবে শীর্ষস্থানটা দখল করে রাখা কিংবদন্তি জিমি গ্রেভসকে। বুধবার সেল্তার জালে দশম মিনিটে বল জড়িয়ে ছাড়িয়ে যান তাকে, আর এককভাবে জায়গাটা নিজের করে নেন রোনালদো। এখন কেবল নিজেকেই ছাড়িয়ে যাওয়ার সময় তার।

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় তাই দ্বিতীয় স্থানে নেমে গেছেন গ্রেভস। টটেনহাম ও চেলসির এই কিংবদন্তি তার ক্যারিয়ারে লিগ গোল করেছিলেন ৩৬৬টি। ১ গোল পিছিয়ে থেকে তৃতীয় স্থানে রয়েছেন জার্মান কিংবদন্তি গার্ড মুলার (৩৬৫)।

লিগ ফুটবলে রোনালদোর মোট ৩৬৮ গোল এসেছে দুই ক্লাবের জার্সিতে। রিয়ালে যোগ দেওয়ার আগে পর্তুগিজ অধিনায়ক খেলেছেন ম্যানচেস্টারের জার্সিতে। ইংলিশ এই ক্লাবে তিনি গোল করেছেন ৮৪টি। তার সঙ্গে রিয়ালে এখন পর্যন্ত তার লক্ষ্যভেদ ২৮৪বার। সবমিলিয়ে তাই গোলের নতুন রেকর্ডে নাম লেখালেন ইউরো জয়ী এই তারকা।

খুব বেশি পিছিয়ে নেই লিওনেল মেসিও। এখনও খেলছেন, এমন খেলোয়াড়দের মধ্যে রোনালদোর পরই ৩৪৬ গোল নিয়ে রয়েছেন আর্জেন্টাইন তারকা। তালিকার পরের জায়গায় থাকা জ্লাতান ইব্রাহিমোভিচ ২৬৮ গোল নিয়ে রয়েছেন ১১তম স্থানে। গোল ডটকম

/কেআর/