গোপনে বিয়ে করলেন আলভেস

স্ত্রীর সঙ্গে দানি আলভেসমৌসুম শেষের এই সময়টায় বিয়ের হিড়িক লেগে যায় ফুটবলারদের। এবারের সংখ্যাটা সম্ভবত একটু বেশিই! সবচেয়ে আলোচিত বিয়ে নিঃসন্দেহে লিওনেল মেসির। এবার মেসির সাবেক ক্লাব সতীর্থ দানি আলভেসও সেরে ফেললেন বিয়ে। তবে আর্জেন্টাইন খুদে জাদুকরের বিয়েটা যেমন হয়েছে ঢাক-ঢোল পিটিয়ে, আলভেসেরটা হয়েছে সম্পূর্ণ বিপরীতভাবে। অনেকটা গোপনেই দীর্ঘদিনের বান্ধবী হোয়ানা সাঞ্জতে বিয়ে করেছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার।

বিয়ের তারিখটা ঠিক করা ছিল আগেই, যদিও পাত্র-পাত্রীর কেউই ইঙ্গিত দেননি কিছু। কাছের বন্ধু-বান্ধবদের নিয়ে স্প্যানিশ দ্বীপ ফরমেন্তেরায় বিয়ের কাজ সেরেছেন আলভেস। ক্যানারিয়ান মডেল হোয়ানা বিয়েতে পড়েছিলেন সাদা পোশাক। বিয়ের আনুষ্ঠানিকতা সারার আগ মুহূর্তে তোলা একটি ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন এই মডেল। পরে আলভেস তার সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নতুন বউয়ের সঙ্গে তোলা ছবি পোস্ট করেছিলেন।

জীবনের সিদ্ধান্ত নিয়ে ফেললেও আলভেস এখনও পেশাদারী ক্যারিয়ারের ভবিষ্যৎ ঠিক করতে পারেননি। জুভেন্টাস ছাড়ার কথা নিশ্চিত করে করলেও ব্রাজিলিয়ান তারকার নতুন গন্তব্য নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে অনেক। একসময় বার্সেলোনায় একসঙ্গে কাজ করা পেপ গার্দিওলা নাকি ম্যানচেস্টার সিটিতে চাইছেন তাকে। ফরাসি মিডিয়ায় খবর আবার প্যারিস সেন্ত জার্মেইয়ের সঙ্গে চুক্তির প্রাথমিক আলোচনা শেষ হয়েছে আলভেসের। মার্কা

/কেআর/