কোরিয়ায় শেষ ম্যাচে কৃষ্ণাদের জয়

বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ মহিলা দলআগের ম্যাচে ২ গোলে পিছিয়ে থেকেও দুর্দান্ত ড্রতে মাঠ ছেড়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ মহিলা দল। সেই আত্মবিশ্বাস সঙ্গী নিয়ে কোরিয়া সফরের শেষ ম্যাচে কৃষ্ণারা নেমেছিল ওজু মিডল স্কুলের মেয়েদের বিপক্ষে। দক্ষিণ কোরিয়ার এই দলটিকে হারাতে খুব একটা বেগ পেতে হয়নি বাংলাদেশের মেয়েদের। ৩-০ গোলের সহজ জয়ে কোরিয়ায় প্রস্তুতি পর্ব শেষ করেছে কৃষ্ণারা।

আগের ম্যাচে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছিল সানজিদা আক্তার। দক্ষিণ কোরিয়ার শহর পাজুর চতুর্থ ম্যাচে এই উইঙ্গারের লক্ষ্যভেদে লিড নেয় বাংলাদেশের মেয়েরা। এরপর নার্গিস ও স্বপ্না জাল খুঁজে পেলে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে কৃষ্ণারা।

সেপ্টেম্বরে থাইল্যান্ডে এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। ওই টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে দক্ষিণ কোরিয়া সফরে গিয়েছিল কৃষ্ণারা। এশিয়ার দেশটির পাজুতে চারটি প্রস্তুতি ম্যাচ খেলতে ১০ জুলাই উড়াল দেয় বাংলাদেশের মেয়েরা। প্রথম ম্যাচটা মোটেও সুখকর ছিল না তাদের, কোরিয়া অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে হেরে যায় ৬-০ গোলে।

পরের ম্যাচে অবশ্য দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় তারা কোরিয়ান উলমিউন মিডল স্কুলকে ৯-০ গোলে উড়িয়ে দিয়ে। তৃতীয় ম্যাচে কৃষ্ণারা মুখোমুখি হয় স্বাগতিক হাওয়াচিয়ন ইনফরমেশন ইন্ডাস্ট্রি হাই স্কুলের। ওই ম্যাচে ২ গোলে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত অসাধারণ পারফরম্যান্সে ২-২ গোলে ড্র করে মাঠ ছাড়ে সফরকারীরা। আর শেষ ম্যাচের ৩-০ গোলের জয়ে প্রস্তুতিটা দারুণভাবে শেষ করে কৃষ্ণারা।

/কেআর/