পেলের সান্তোসের পাশে রিয়াল

রিয়ালের রেকর্ড গড়া গোলের পর মায়োরাল সতীর্থদের অভিনন্দনে সিক্ত হলেন১৯৬৩ সালে ব্রাজিলিয়ান গ্রেট পেলের সান্তোসকে থামাতে পারেনি কোনও রক্ষণভাগ। টানা ৭৩ ম্যাচ প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছিল ব্রাজিলের জায়ান্টরা। এবার সেই রেকর্ডে ভাগ বসালো রিয়াল মাদ্রিদ। রবিবার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে বোরহা মায়োরালের গোলের পরপরই পেলের সান্তোসের পাশে বসেছে লা লিগার চ্যাম্পিয়নরা।

২০১৬ সালের ৩০ এপ্রিল কাকতালীয়ভাবে এই আনোয়েতাতেই গ্যারেথ বেলের গোলে শুরু হয়েছিল এই যাত্রা। ১-০ গোলে ওই ম্যাচ জেতার পর থেকে আর কোনও রক্ষণ তাদের আটকাতে পারেনি।

প্রথম ধাপে টানা ৪৪ ম্যাচে গোল করে বার্সেলোনাকে পেছনে ফেলে স্প্যানিশ রেকর্ড গড়েছিল রিয়াল। এরপর টানা ৬১ ম্যাচে গোল করে বায়ার্ন মিউনিখের ইউরোপীয় রেকর্ড ভাঙে তারা। এবার সর্বকালের সেরা রেকর্ডে ভাগ বসালো ইউরোপের চ্যাম্পিয়নরা। রিয়ালকে সর্বশেষ গোল করতে দেয়নি ম্যানসিটি, চ্যাম্পিয়নস লিগের গত আসরের সেমিফাইনালে।

গত ৭৩ ম্যাচে রিয়াল করেছে ১৯৮ গোল। সবচেয়ে এগিয়ে ক্রিস্তিয়ানো রোনালদো, তার গোল ৪৯টি। উল্লেখ করার মতো গোল করেছেন- করিম বেনজিমা ২১টি, ২০টি আলভারো মোরাতার ও মার্কো আসেনসিওর ১৪টি।

অন্যদিকে সান্তোস ব্রাজিলিয়ান লিগ, লিবার্তাদোরেস কাপ ও আন্তঃমহাদেশীয় কাপ জেতার পথে ৭৩ ম্যাচে গোল করেছিল ২৪৫টি। পেলে একাই করেছিলেন ৮৫ গোল। মার্কা