চ্যাম্পিয়নস লিগে হেইঙ্কেসের ইতিহাস

ইয়ুপ হেইঙ্কেসচ্যাম্পিয়নস লিগে অ্যান্ডারলেখটের বিপক্ষে জয়ের পর প্যারিস সেন্ত জার্মেইর কাছে হেরে যায় বায়ার্ন মিউনিখ। ওই হারের মাশুল কার্লো আনচেলত্তিকে দিতে হয়েছিল কোচের চাকুরি হারিয়ে। তার জায়গায় এসেছেন জার্মান ক্লাবটির অন্যতম সফল কোচ ইয়ুপ হেইঙ্কেস। তার চতুর্থ মেয়াদের প্রথম ম্যাচে বুন্দেসলিগায় ফ্রেইবুর্গকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে বায়ার্ন। সর্বশেষ চ্যাম্পিয়নস লিগের তৃতীয় ম্যাচ জিতে তারা পয়েন্ট টেবিলের দুই নম্বরে। সেলটিকের বিপক্ষে বুধবারের ওই ম্যাচে ইতিহাস সৃষ্টি করলেন হেইঙ্কেস।

ইউরোপের শীর্ষ প্রতিযোগিতায় সবচেয়ে বয়স্ক কোচের রেকর্ড গড়েছেন ৭২ বছর বয়সী। সেলটিকের বিপক্ষে ডাগআউটে দাঁড়ানোর দিন হেইঙ্কেসের বয়স ছিল ৭২ বছর ১৬২ দিন। ১৯৯২-৯৩ মৌসুমে গড়া মার্সেইর ৭১ বছর বয়সী কোচ রেমন্ড গোথালসের রেকর্ড ভাঙলেন হেইঙ্কেস।

২০১৩ সালে বায়ার্নের জার্মান রেকর্ড শিরোপাসহ ট্রেবল জয়ের পর অবসরের ঘোষণা দেন হেইঙ্কেস। ওই মৌসুমে বহু প্রতীক্ষিত চ্যাম্পিয়নস লিগ জিতেছিল বাভারিয়ানরা, সঙ্গে ছিল লিগ ও জার্মান কাপ। পেপ গার্দিওলা হন তার উত্তরসূরি।

এর আগে ১৯৮৭ থেকে ১৯৯১ সালে প্রথম দফায় দুইবার বুন্দেসলিগা জিতেছিলেন তিনি। ইয়ুর্গেন ক্লিন্সম্যান বরখাস্ত হলে ২০০৯ সালে মাত্র ৬ ম্যাচের জন্য অন্তর্বর্তীকালীন দায়িত্ব নেন। তারপর ২০১১ সালে লুই ফন গাল বিদায় নিলে তৃতীয়বারের মতো এলিয়েঞ্জ এরেনায় কোচ হন হেইঙ্কেস। ইএসপিএনএফসি