প্রিমিয়ার লিগ জিততে ফিরেছি: ইব্রাহিমোভিচ

promo333354846নেদারল্যান্ডস, স্পেন, ইতালি ও ফ্রান্সের শীর্ষ লিগে খেলেছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। সব দেশেই শীর্ষ ঘরোয়া ফুটবলে শিরোপার স্বাদ পেয়েছেন। ইংল্যান্ডে এসে শিরোপা ছাড়া বিদায় নেন কী করে! তাই আবারও ফিরেছেন তিনি ম্যানচেস্টার ইউনাইটেডে। প্রথম মৌসুমে কমিউনিটি শিল্ড, ইউরোপা লিগ ও ইএফএল কাপ জেতা হলেও প্রিমিয়ার লিগ শিরোপায় হাত দিতে পারেননি সুইডিশ স্ট্রাইকার। এবার অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করতেই কোচ হোসে মরিনহো ও ক্লাব কর্তৃপক্ষকে রাজি করালেন আরও এক বছরের চুক্তিতে সই করার জন্য।

পিএসজি, এসি মিলান ও বার্সেলোনার সাবেক তারকা ইংলিশ ক্লাবের সঙ্গে গত মৌসুমে সব মিলিয়ে ২৮ গোল করেছিলেন। কিন্তু গত এপ্রিলে গুরুতর ইনজুরি তাকে ছিটকে দেয় ইউরোপা লিগের ফাইনাল থেকে। তার ভবিষ্যত নিয়েও শঙ্কা দেখা দিয়েছিল। ম্যানইউর সঙ্গে চুক্তি শেষ হলেও লক্ষ্যে অটল থাকায় নতুন করে কাগজে সই করলেন ইব্রাহিমোভিচ।

দৃঢ়কণ্ঠে ৩৬ বছর বয়সী স্ট্রাইকার বলেছেন, ‘যেটা শুরু করেছিলাম, তা শেষ করতে আমি ফিরে এসেছি।’ ডিসেম্বরে পুরোপুরি ফিট হয়ে মাঠে নামতে পারবেন আশাবাদী ইব্রাহিমোভিচ, ‘প্রথম মৌসুমে তিনটি শিরোপা পেয়েছি। কিন্তু যেমন শেষ চেয়েছিলাম, তেমনটা হয়নি। এখন লক্ষ্য প্রিমিয়ার লিগ, ওটা জিতেই আমি শেষ করতে চাই।’ গোল ডটকম