ক্লাব বিশ্বকাপেও গোলের রেকর্ড রোনালদোর

গোল করার পর উচ্ছ্বসিত রোনালদোকয়েকদিন আগে প্রথম খেলোয়াড় হয়ে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ছয় ম্যাচেই গোলের রেকর্ড গড়েছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। বুধবার আবুধাবিতে নতুন রেকর্ড বইয়ে নাম লিখলেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। আল জাজিরার বিপক্ষে ক্লাব বিশ্বকাপ সেমিফাইনালে সমতা ফেরানোর পরই নতুন ইতিহাস গড়লেন ৩২ বছর বয়সী তারকা।

ক্লাব বিশ্বকাপের ইতিহাসের সবর্কালের শীর্ষ গোলদাতা এখন রোনালদো। আল জাজিরা গোলরক্ষক আলি খাসেইফের কাছে বারবার সুযোগ হাতছাড়া করার পর দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে গোল করেন তিনি। ক্লাব বিশ্বকাপে ষষ্ঠ গোল করে বসেন সবার উপরে। বার্সেলোনার লুইস সুয়ারেস ও লিওনেল মেসি এবং মনটেরের সাবেক ফরোয়ার্ড সিজার দেলগাদোকে পেছনে ফেলেন ফিফা বর্ষসেরা ফুটবলার। তারা সবাই ৫ গোল করেছেন।

রোনালদোর প্রথম গোল ২০০৮ সালে, গাম্বা ওসাকার বিপক্ষে ৫-৩ গোলের সেমিফাইনাল জয়ে ম্যানইউর জার্সিতে। অন্য চার গোল এসেছে গত বছর। ক্লাব আমেরিকার বিপক্ষে সেমিফাইনালে একটি, ফাইনালে কাশিমা অ্যান্টলার্সের বিপক্ষে ফাইনালে করেন হ্যাটট্রিক।

অবশ্য এই প্রতিযোগিতার আগের সংস্করণ আন্তঃমহাদেশীয় কাপ হাতে গুনলে এখনও এক গোল পেছনে রোনালদো। ১৯৬২ ও ১৯৬৩ সালে সান্তোসের হয়ে তিন ম্যাচে ৭ গোল করে পেলে সর্বকালের শীর্ষ গোলদাতা। আগামী শনিবার গ্রেমিওর বিপক্ষে রিয়ালের ফাইনাল। পঞ্চম ব্যালন ডি’অর জেতার পর রোনালদো যেভাবে জ্বলে উঠেছেন, ব্রাজিলিয়ান কিংবদন্তি পেছনে পড়ে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না!