এই ম্যানসিটি সর্বকালের সেরা নয়: রুনি

ম্যানসিটি কোচ গার্দিওলার সঙ্গে রুনিউড়ছে ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগে তাদের কেউ থামাতে পারছে না। শনিবার টটেনহ্যাম হটস্পারকে উড়িয়ে দিয়ে টানা ১৬তম জয়ের রেকর্ড গড়েছে পেপ গার্দিওলার শিষ্যরা। শিরোপা পুনরুদ্ধারে এখন তারাই ফেভারিট। কিন্তু এই ম্যানসিটিকে প্রিমিয়ার লিগের সর্বকালের সেরা মানেন না ওয়েন রুনি।

এমনকি গার্দিওলার শিষ্যরা শেষ পর্যন্ত অজেয় থাকতে পারবে না বিশ্বাস ম্যানইউর সাবেক তারকার। লিগের সর্বকালের সেরা হওয়ার মতো যথেষ্ট সফলতা সিটিজেনরা পেয়েছে মনে করেন না রুনি, ‘তারা ওই অবস্থানে গেছে কিনা আমি নিশ্চিত নই। তাদের আরও এগোতে হবে এবং অনেক কিছু করতে হবে।’

সর্বকালের সেরা হওয়ার শর্তটা কী, তাও জানালেন এভারটনের ফরোয়ার্ড, ‘প্রিমিয়ার লিগে গত কয়েক বছরে অনেক সেরা দল উঠে এসেছে। এই ম্যানসিটিকে শিরোপা জিততে হবে এবং দীর্ঘ সময় ধরে এই অবস্থানে থাকতে হবে।’ সর্বকালের সেরা দল হিসেবে রুনির ভোট পড়লো তার সাবেক ক্লাবের বাক্সে, ‘সর্বকালের সেরা দল? আমি বলব, ২০০৮ সাল থেকে দারুণ সময় কাটানো ম্যানইউ।’

২০০৩-০৪ মৌসুমে ‘ইনভিন্সিবল’ ছিল আর্সেনাল। পুরো মৌসুমে একটি ম্যাচও হারেনি তারা। গানারদের ওই কীর্তির অনুকরণ ম্যানসিটি করতে পারবে না মনে করেন রুনি, ‘আমার মনে হয় না তারা অজেয় থাকতে পারবে। তারা অনেক ভালো করছে সত্যি, কিন্তু প্রিমিয়ার লিগ খুব কঠিন। বিশেষ করে ক্রিসমাসের সময়টাতে।’