বার্সেলোনায় চলে এলেন জেরি মিনা

জেরি মিনাসামনের গ্রীষ্মের দলবদলে আসার কথা থাকলেও আগেভাগেই বার্সেলোনায় চলে এলেন জেরি মিনা। সাড়ে পাঁচ বছরের চুক্তিতে এই ডিফেন্ডারের যোগ দেওয়ার খবর নিশ্চিত করেছে কাতালান ক্লাবটি।

২০১৮ সালে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে বার্সেলোনায় নাম লেখালেন কলম্বিয়ান ডিফেন্ডার। ফিলিপে কৌতিনিয়োর পর ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস থেকে ১১.৮ মিলিয়ন ইউরোতে যোগ দিয়েছেন মিনা ন্যু ক্যাম্পে। বুধবার তার বার্সেলোনায় আসার খবর জানিয়েছিল স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো। আর বৃহস্পতিবার তার সঙ্গে চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেয় কাতালান ক্লাবটি।

মিনার বার্সেলোনায় যোগ দেওয়াটা একরকম নিশ্চিতই ছিল। যদিও রাশিয়া বিশ্বকাপের পর আসার কথা ছিল তার। কিন্তু বার্সেলোনা আগেভাগেই এই ডিফেন্ডারকে ঘরে নিয়ে এলো। এক বিবৃতিতে কাতালান ক্লাবটি জানিয়েছে, ‘ইউরোপে নিজের ফুটবলের উন্নতির লক্ষ্যে জেরি মিনা যোগ দিয়েছেন বার্সেলোনায়।’

হাভিয়ের মাসচেরানোর ন্যু ক্যাম্প ছাড়ার গুঞ্জন শোনা যাচ্ছে অনেক দিন থেকেই। চাইনিজ সুপার লিগের দল হেবেই ফরচুন নাকি জানুয়ারির দলবদলেই আর্জেন্টাইন তারকাকে নিতে আগ্রহী। চলতি লিগ মৌসুমে বেশিরভাগ সময় মাঠের বাইরে থাকতে হয়েছে মাসচেরানোকে। এখন পর্যন্ত মাত্র ছয় ম্যাচে শুরুর একাদশে ছিলেন তিনি। তার জায়গা পূরণেই সম্ভবত মিনাকে দলে ভিড়িয়েছে বার্সেলোনা।

২৩ বছর বয়সী মিনার পেশাদারী ফুটবল শুরু কলম্বিয়ান ক্লাব দেপোর্তিভো পাস্তোয়। ২০১৩ সালে ক্যারিয়ার শুরুর এক বছর পর যোগ দেন তিনি সান্তা ফে’তে। দুই বছর কাটিয়ে ২০১৬ সালে নাম লেখান ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসে। সেখান থেকেই বার্সেলোনায় নাম লেখালেন কলম্বিয়ার জার্সিতে ৯ ম্যাচে ৩ গোল করা মিনা। গোল ডটকম