মেসির আরেকটি রেকর্ড

মেসিআরেকটি রেকর্ড লিওনেল মেসির। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের সর্বোচ্চ গোলদাতা এখন আর্জেন্টাইন ফরোয়ার্ড। গার্ড মুলারকে পেছনে ফেলেছেন তিনি ৩৬৬ গোল করে।

রেকর্ডটা নিজের কাছে অনেক দিন রেখেছিলেন মুলার। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে ইতিহাসের সবচেয়ে বেশি গোলের মালিক ছিলেন জার্মান কিংবদন্তি। ১৯৬৪ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত কাটানো বায়ার্ন মিউনিখ ক্যারিয়ারে বুন্দেসলিগায় ৪২৭ ম্যাচে মুলার করেছিলেন ৩৬৫ গোল। এরপর থেকে ইউরোপিয়ান লিগে সর্বোচ্চ গোল ছিল তার দখলেই। লেভান্তের বিপক্ষে লা লিগায় নিজের ৪০০তম ম্যাচে লক্ষ্যভেদ করে মেসি ধরে ফেলেছিলেন জার্মান কিংবদন্তিকে। আর রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে পরের ম্যাচেই গেলেন ছাড়িয়ে।

সোসিয়েদাদের মাঠে ২ গোলে পিছিয়ে থেকেও ৪-২ ব্যবধানে জিতে ফিরেছে বার্সেলোনা। আনোয়েতার ম্যাচটিতে ২৫ গজ দূর থেকে নেওয়া ফ্রি কিকে আর্জেন্টাইন ফরোয়ার্ড করেছেন দেখার মতো গোল। তার বাঁকানো ফ্রি কিক সোসিয়েদাদের বানানো মানব দেয়ালের উপর দিয়ে জড়িয়ে যায় জালে। গোলরক্ষক জেরোনিমো রুই ছিলেন নীরব দর্শক। ওই লক্ষ্যভেদেই মুলারকে ছাড়িয়ে মেসি এককভাবে বসেন ইউরোপিয়ান লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে। মুলারের রেকর্ড ছাড়িয়ে যেতে তার চেয়ে ২৬ ম্যাচ কম খেলেছেন মেসি।

বার্সেলোনার জার্সিতে দারুণ সময় পার করা পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী চলতি লিগ মৌসুমে করেছেন ১৭ গোল, পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আবার ৮ গোল। তার সঙ্গে দলের অন্য খেলোয়াড়দের পারফরম্যান্সে লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে বার্সেলোনা এগিয়ে আছে ১৯ পয়েন্টে। গোল ডটকম