তেভেজের ৪০ মিলিয়ন ইউরোর ‘অবকাশ যাপন’

তেভেজসাংহাই সেনহুয়া তাকে করেছিল বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়। যদিও সেখানে দুঃসময় কাটিয়ে কার্লোস তেভেজ আবার ফিরেছেন বোকা জুনিয়র্সে। চীনে কাটানো সময়কে আর্জেন্টাইন ফরোয়ার্ড উল্লেখ করেছেন ‘অবকাশ যাপন’ হিসেবে।

২০১৬ সালের ডিসেম্বরে তেভেজ নাম লেখান চাইনিজ সুপার লিগের ক্লাব সাংহাই সেনহুয়ায়। বিশ্ব মিডিয়ার খবর ছিল, চাইনিজ ক্লাবটির সঙ্গে চুক্তিতে বছরে ৪০ মিলিয়ন ইউরো বেতন পাবেন এই ফরোয়ার্ড। যদিও সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা কঠিন সময় পার করেছেন চীনে। চাইনিজ সুপার লিগে কাটানো সাত মাসে খেলেছেন মাত্র ২০ ম্যাচ, যেখানে তার গোল মাত্র ৪টি। মাঠের বাজে পারফরম্যান্সের সঙ্গে চীনের ফুটবলপ্রেমীদের অভিযোগ ছিল তার অপেশাদার মনোভাব নিয়েও।

চীন থেকে আবার আর্জেন্টিনায় ফিরেছেন তেভেজ। এশিয়ার দেশটিতে কাটানো সময়কে মজা করে ‘অবকাশ যাপন’ হিসেবে উল্লেখ করেছেন তিনি। আর্জেন্টাইন এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই ফরোয়ার্ড বলেছেন, ‘চীনে আমি সাত মাসের অবকাশ যাপনে ছিলাম।’

চাইনিজ লিগে তার কাজটা ঠিক কী ছিল, সেটাও নিশ্চিত নন তেভেজ, ‘ঠিক আছে সাংহাই কোচ ও সভাপতি আমাকে নিয়ে সমালোচনা করেছেন। ঠিক জানি না ওখানে আমি কী করেছি।’ জুভেন্টাসে দুই বছর কাটিয়ে ২০১৫ সালে জুনে তেভেজ ফিরে আসেন বোকা জুনিয়র্সে। আর্জেন্টাইন ক্লাবটিতে ১৮ মাসের ক্যারিয়ার শেষ করেন সাংহাই সেনহুয়াতে যোগ দিয়ে। যদিও হতাশাজনক সাতটি মাস কাটিয়ে ফিরে এসেছেন ‘ঘরের ক্লাবে’। গোল ডটকম