বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঠ অনুপযুক্ত!

সাইফ স্পোর্টিং ক্লাব ও মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাবের ম্যাচের পর বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঠ নিয়ে এএফসির কাছে রিপোর্ট পাঠিয়েছেন ম্যাচ কমিশনার। ছবি-বাফুফেএক মাঠেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের সব ম্যাচ হয়। শুধু তাই নয়, ফুটবল ছাড়া অন্য খেলাও হয় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। যে কারণে মাঠের অবস্থা ভালো নয়।  অনেক জায়গায় ঘাস উঠে গেছে, কখনও কখনও পাস ঠিকমতো পায়েই আসে না। দেশের একমাত্র আন্তর্জাতিক ফুটবল ভেন্যুর মাঠ নিয়ে অসন্তুষ্ট এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঠ নিয়ে সতর্কবার্তা দিয়েছে এশীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা।

গত ২৩ জানুয়ারি এএফসি কাপে মুখোমুখি হয়েছিল সাইফ স্পোর্টিং ক্লাব ও মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাব। ওই ম্যাচের পর মাঠ নিয়ে এএফসির কাছে রিপোর্ট পাঠিয়েছিলেন ম্যাচ কমিশনার, যে রিপোর্টে ছিল অনেক অভিযোগ। বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঠ যে  আন্তর্জাতিক ম্যাচের উপযুক্ত নয়, সে কথা উল্লেখ করা হয়েছে রিপোর্টে। আগামী ৭ মার্চ এএফসি কাপে মুখোমুখি হবে ঢাকা আবাহনী ও মালদ্বীপের নিউ রেডিয়েন্ট ক্লাব। রিপোর্টে তার আগেই মাঠ সংস্কারের তাগিদও দেয়া হয়েছে।

এ বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা মাঠের পরিচর্যা করে যাচ্ছি, মাঠে ঘাসও লাগানো হয়েছে।  আশা করি, নির্ধারিত সময়ের মধ্যে সব ঠিক হয়ে যাবে। এএফসি থেকে নির্দেশনা এসেছে, আমরা সেই অনুযায়ী কাজ করছি।’

এবারের ঘরোয়া ফুটবলে ১৭০টি ম্যাচ হয়েছে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। জেএফএ কাপ সহ অন্য প্রতিযোগিতার ম্যাচ এই হিসেবের মধ্যে নেই। বিভিন্ন দিবসেও দেশের প্রথম স্টেডিয়াম ব্যবহার করা হয় বলে মাঠের ওপর চাপ পড়ে অনবরত। এই স্টেডিয়ামের ফ্লাডলাইটের অবস্থাও ভালো নয়।