ঢাকায় খেলা নাইজেরিয়ান ফুটবলারের করুণ মৃত্যু

ব্রাদার্সের কোচ ভিতোরোভিচের ফেসবুক প্রোফাইলে এখন জানকাসার ছবিঢাকার লিগে দীর্ঘ দিন খেলেছেন অ্যাডাম জানকাসা। সর্বশেষ মৌসুমেও ছিলেন এই নাইজেরিয়ান ডিফেন্ডার। কিন্তু আর কখনও ঢাকার ফুটবলে দেখা যাবে না তাকে। রবিবার এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন তিনি।

২০১৩ সাল থেকে ঢাকার ফুটবলে জানকাসার পদচারণা।  ব্রাদার্স ইউনিয়ন, বিজেএমসি, আবাহনী ও মোহামেডানে খেলেছেন। গত জানুয়ারিতে শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্বে মোহামেডান এবং ফিরতি পর্বে খেলেছেন ব্রাদার্সের জার্সিতে। লিগ শেষে চলে যান নাইজেরিয়ায়। তখন কে জানতো, আর কোনও দিন ফিরতে পারবেন না বাংলাদেশে!

সদালাপী জানকাসার অকাল মৃত্যুতে ব্রাদার্সের সার্বিয়ান কোচ নিকোলাস ভিতোরোভিচ শোকাহত। তিনি বলেছেন, ‘আজ (সোমবার) সকালে ঘুম থেকে উঠে দুঃসংবাদটা পেলাম। ভাবতেই পারছি না অ্যাডাম জানকাসা এভাবে সড়ক দুর্ঘটনায় চলে যাবে।  সে ছিল ডিফেন্সের অতন্দ্র প্রহরী, আমার অন্যতম প্রিয় খেলোয়াড়। তার মৃত্যুতে ঢাকার ফুটবলের অনেক ক্ষতি হলো। প্রায় পাঁচ বছর সে ঢাকায় খেলেছে।’

ব্রাদার্স ইউনিয়নের ম্যানেজার আমের খানও এই দুঃসংবাদ শুনে স্তম্ভিত, ‘শুনলাম জানকাসা সড়ক দুর্ঘটনায় মারা গেছে। সে সর্বশেষ লিগের দ্বিতীয় পর্বে আমাদের দলে খেলেছে। ঢাকায় তার অভিষেকও হয়েছিল আমাদের দলে। সে ভালোই খেলোয়াড় ছিল।’