ইউরোপা লিগে মিলানকে হারালো আর্সেনাল

মিলানের মাঠে দারুণ জয় পেলো আর্সেনালইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে ওঠার পথে বড় ধাপ ফেললো আর্সেনাল। বৃহস্পতিবার এসি মিলানের মাঠে শেষ ষোলোর প্রথম লেগে তারা জিতলো ২-০ গোলে।

বার্সেলোনার কাছে লা লিগায় ১-০ গোলে হারা অ্যাতলেতিকো মাদ্রিদ সহজ জয় পেয়েছে লোকোমোটিভ মস্কোর বিপক্ষে। প্রথম লেগে তারা রুশ প্রতিপক্ষকে হারিয়েছে ৩-০ গোলে।

অঘটনের শিকার হয়েছে এদিন বরুশিয়া ডর্টমুন্ড। জার্মান জায়ান্টরা ঘরের মাঠে ২-১ গোলে হেরেছে সলজবুর্গের কাছে।

১৩ ম্যাচ অজেয় থেকে মিলান স্বাগত জানায় শেষ ৫ ম্যাচে মাত্র একটি জয় পাওয়া আর্সেনালকে। ফেভারিট ছিল স্বাগতিকরাই। কিন্তু প্রথমার্ধে হেনরিক মিখিতারিয়ান ও অ্যারন রামসির গোল নিস্তব্ধ করে দেয় সান সিরোকে।

ইউরোপীয় মঞ্চে অ্যাওয়ে ম্যাচে টানা ১০ ম্যাচ অজেয় থাকার কৃতিত্ব দেখালো সলজবুর্গ। ডর্টমুন্ডের কোয়ার্টার ফাইনাল খেলার স্বপ্নে বড় ধাক্কা দিলো অস্ট্রিয়ান ক্লাব। ৪৯ মিনিটে বিতর্কিত পেনাল্টি থেকে ভ্যালন বেরিশা এগিয়ে দেন অতিথিদের। কয়েক মিনিটে ব্যবধান দ্বিগুণ করে সলজবুর্গ। ৫৬ মিনিটে বেরিশা করেন জোড়া গোল। আন্দ্রে শ্যুরেল ৬২ মিনিটে একটি গোল শোধ দিলেও বাকি সময়ে সমতা ফেরাতে পারেনি ডর্টমুন্ড।

দুর্দান্ত জয়ে শেষ আটে এক পা দিয়ে রাখলো অ্যাতলেতিকো। লা লিগার দুই নম্বর দলটি ২২ মিনিটে এগিয়ে যায় সাউল নিগুয়েজের গোলে। বিরতির দ্বিতীয় মিনিটে দিয়েগো কস্তা ব্যবধান বাড়ান। দলের তৃতীয় গোল আসে ৯০ মিনিটে, করেন কোকে।

শেষ ষোলোর প্রথম লেগের অন্য ম্যাচে সিএসকেএ মস্কোর মাঠে ১-০ গোলে জিতেছে ফরাসি ক্লাব লিওঁ। ইনজুরি সময়ের ষষ্ঠ মিনিটের গোলে হার এড়ায় ডায়নামো কিয়েভ। লাৎসিওর মাঠে ২-২ গোলে ড্র করেছে তারা। মার্শেইর মাঠে ৩-১ গোলে হেরেছে অ্যাথলেটিক বিলবাও। আরবি লিপজিগ ২-১ গোলে জিতেছে জেনিত সেন্ট পিটার্সবার্গের বিপক্ষে। ভিক্টোরিয়া প্লজেনকে ২-০ গোলে হারিয়েছে স্পোর্তিং সিপি। ইএসপিএনএফসি