আমি স্বার্থপর না: মেসি

messi-1লিওনেল মেসির নিঃস্বার্থ ফুটবলের সাক্ষী হয়েছেন দর্শক অসংখ্যবার। গোল করতে পারবেন, এমন অবস্থাতেও নিজে শট না নিয়ে পাস দেন সতীর্থের দিকে। বার্সেলোনায় লুই সুয়ারেস ও সাবেক সতীর্থ নেইমারের বেলার যেটা দেখা গিয়েছে অনেকবার। আগে কিছুটা ‘স্বার্থপর’ থাকলেও এখন শুধুই দলের জন্য খেলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

প্রতিপক্ষের খেলোয়াড়দের বোকা বানিয়ে কিংবা চমৎকার ড্রিবলিংয়ে ফাঁকি দিয়ে চমৎকার সব গোল উপহার দিয়েছেন মেসি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অভিজ্ঞতার ভাণ্ডার আরও সমৃদ্ধ করা পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এখন আর আগের ফুটবল খেলেন না, ব্যক্তিগত পারফরম্যান্সের চেয়ে দলীয় সাফল্যের দিকেই তার সব নজর। আমেরিকান এক টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তেমনটাই জানিয়েছেন তিনি।

নিজের খেলার ধরন পাল্টানোর কথা স্বীকার করে মেসি বলেছেন, ‘আগে (অতীতে) বল পেলে নিজের মতো করে খেলার চেষ্টার করতাম। তবে এখন আমি দলের জন্য খেলার চেষ্টা করি। বল আমার কাছেই বেশি আসে এবং আমি মোটেও চেষ্টা করি না একা কোনও কিছু করার।’ এরপরই বললেন, ‘আসলে আমি স্বার্থপর না। এখন আমি খেলার ভিত তৈরি করি ভিন্ন ভিন্ন পজিশন থেকে।’

খেলার ধরনে কী বদল এসেছে, সেটা স্পষ্ট না করলেও মেসি নিশ্চিত করেছেন, ‘আগের মতোই আমি দৌড়াই, তবে অন্যপথে, অন্যভাবে।’ মার্কা