‘আমি অতুলনীয়, রোনালদো হবে না আর কেউ’

ক্রিস্তিয়ানো রোনালদো২০০৩ সালে স্পোর্তিং সিপি থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার পর নিজের প্রতিভা খুঁজে পেয়েছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। যার পরিপূর্ণ বিকাশ হয়েছে রিয়াল মাদ্রিদে আসার পর। নিজের প্রতি অগাধ আস্থা পর্তুগিজ তারকার। তার প্রতিভার সঙ্গে লড়াই করার মতো খুব বেশি কেউ নেই মনে করেন রোনালদো। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর বিশ্বাস, তার সঙ্গে তুলনা করার মতো খেলোয়াড় আসবে না আর।

২০০৯ সালে রোনালদো রিয়ালে যোগ দেওয়ার পর থেকে লিওলেল মেসির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়। দুজনের মধ্যে কে সেরা, এই প্রশ্নের উত্তরে বিভক্ত ফুটবল বিশ্ব। তবে পর্তুগিজ ফরোয়ার্ড মনে করেন, ফুটবলের প্রতি তার উৎসর্গ ও অধ্যাবসায়ের কারণে তিনি অতুলনীয় হয়ে থাকবেন।

ইনস্টাগ্রামে পোস্ট করা এক সাক্ষাৎকারে রোনালদো বলেছেন, “শুরুতে আমি বিশ্বের সেরা খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখতাম। বন্ধুরা আমার দিকে এমনভাবে তাকাতো, মনে হতো: ‘তুমি কী বলছো এসব?’ আমি মজার জন্য খেলতাম। কিন্তু আমার মনে সম্ভাবনার শুরু হলো ম্যানচেস্টারে, তখন থেকেই আমি বিশ্বাস করতে শুরু করি।’

পর্তুগালের ইউরো জয়ী অধিনায়ক আরও যোগ করেন, ‘আমার প্রতিভা, ত্যাগ, কাজ, নীতি ও ফুটবলের ধারেকাছে খুব বেশি কাউকে দেখি না। কেউই আমার সঙ্গে তুলনীয় হবে না, ক্রিস্তিয়ানো রোনালদো আর কেউ হবে না। আপনি হবেন আপনার মতো, আমি আমার মতো।’ গোল ডটকম