কাপ ফাইনালে মেসির রেকর্ডময় রাত

15243442847747সেভিয়ার বিপক্ষে ওয়ান্দা মেত্রোপলিতানো স্টেডিয়ামে শিরোপা উৎসব করল বার্সেলোনা। শনিবারের ফাইনালে ৫-০ গোলের এই জয়ে রেকর্ডময় রাত কাটালেন লিওনেল মেসি।

৮ মিনিটে আর্জেন্টাইন ফরোয়ার্ডের দুর্দান্ত ফ্রি কিক ঠেকিয়ে দেন সেভিয়া গোলরক্ষক। তবে ৩১ মিনিটে জোর্দি আলবার চমৎকার ব্যাক হিল থেকে লক্ষ্যভেদ করেন মেসি। তাতেই ইতিহাসের পাতায় নাম লিখলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

দ্বিতীয় খেলোয়াড় হয়ে কোপা দেল রের ইতিহাসে পাঁচটি ফাইনালে গোলের কৃতিত্ব গড়লেন মেসি। ৬৮ বছরের পুরানো রেকর্ড স্পর্শ করলেন ৩০ বছর বয়সী ফরোয়ার্ড। তার আগে ১৯৪২ থেকে ১৯৫০ সাল পর্যন্ত তেলমো জারা পাঁচটি ফাইনালে গোল করেছিলেন। অবশ্য গোলের সংখ্যায় মেসি পিছিয়ে। ৫ ফাইনালে আর্জেন্টাইন তারকার গোল ৬টি, আর জারার ৮টি।

এদিন দুটি গোল বানিয়ে দিয়ে আরেকটি রেকর্ড গড়েছেন মেসি। এই শতাব্দীতে প্রথম খেলোয়াড় হিসেবে টানা তিনটি কাপ ফাইনালে অ্যাসিস্ট করলেন তিনি।

এই মৌসুমে মেসি সব ধরনের প্রতিযোগিতায় ৫০ ম্যাচ খেলে ৪০ গোল করলেন। এনিয়ে টানা ৯ মৌসুমে ৪০ বা তার বেশি গোলের কৃতিত্ব গড়লেন তিনি।

বার্সার টানা চতুর্থ কোপা দেল রে শিরোপাটি ছিল মেসির জন্য ছয় নম্বর। ২০০৯, ২০১২, ২০১৫, ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে এই ট্রফি হাতে নিলেন আর্জেন্টিনার অধিনায়ক। মার্কা