বুফনকে পিএসজির প্রস্তাব!

610415-8f3536ea97fc6aad064264a32fc71faaশনিবার হেয়াস ভেরোনার বিপক্ষে খেলেই জুভেন্টাসকে বিদায় বলবেন জিয়ানলুইজি বুফন। অবশ্য এখনই অবসরের ব্যাপারে কিছু বলেননি। এতে করে তাকে নেওয়ার প্রস্তাব দিয়েছে প্যারিস সেন্ত জার্মেই।

ফরাসি চ্যাম্পিয়নদের এক ঘনিষ্ঠ সূত্র বলেছে, দুই বছরের জন্য চুক্তির প্রস্তাব তারা দিয়েছে বুফনকে। তাদের বিশ্বাস, অবসরের কোনও চিন্তাভাবনা মনে থাকলেও সেটা থেকে সরে দাঁড়াবেন ইতালিয়ান গোলরক্ষক।

পিএসজিতে এখন গোলরক্ষকের দায়িত্বে আছেন আলফোন্সে আরেওলা ও কেভিন ট্র্যাপ। কিন্তু স্পোর্টিং ডিরেক্টর আন্তেরো হেনরিক ও নতুন কোচ থমাস ট্যুখেল এই জায়গাকে আরও শক্তিশালী করার ইঙ্গিত দিয়েছেন।

অবশ্য নতুন মৌসুমে ট্র্যাপকে বিক্রির কথা ভাবছে প্যারিসের ক্লাব। আর অ্যাকাডেমি থেকে উঠে আসা আরেওলা থাকছেন। তার ওপর আস্থা আছে ক্লাব কর্তৃপক্ষের। তবে অভিজ্ঞতা ও দক্ষতায় বুফনকে নিতে চায় পিএসজি।

বুফনের এজেন্ট সিলভানো মার্টিনা নিশ্চিত করেছেন আকর্ষণীয় কয়েকটি প্রস্তাব এসেছে। তবে এখনই তারকা গোলরক্ষক এসব নিয়ে কথা বলতে চান না জানালেন তিনি, ‘বুফনের জন্য মাঠে ও মাঠের বাইরে নানা রকম প্রস্তাব দিচ্ছে বিভিন্ন ক্লাব। গিগি এসব (কোন ক্লাব) নিয়ে কথা বলতে চান না, তাই আমিও মনে করি না এসব নিয়ে এখন কথা বলা ঠিক। আশা করি আগামী ১০ দিনের মধ্যে কিছু একটা বলা যাবে।’ গোল ডটকম