নতুন কোচকে ঘিরে ‘বড় কিছু’র স্বপ্ন

নতুন কোচ জেমি ডে’র সঙ্গে ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। ছবি-বাফুফেআগামী মাসের প্রথম সপ্তাহে জাতীয় ফুটবল দলের দায়িত্ব নেওয়ার কথা ব্রিটিশ কোচ জেমি ডে’র। ৩৮ বছর বয়সী ডে আর্সেনাল সহ ইংলিশ প্রিমিয়ার লিগের বেশ কয়েকটি দলে খেলেছেন। সাবেক এই মিডফিল্ডারকে ঘিরে ‘বড় কিছু’র স্বপ্ন দেখছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

আগামী আগস্টে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় এশিয়ান গেমসের ফুটবলে অংশ নেবে বাংলাদেশ। এরপর সেপ্টেম্বরে ঘরের মাঠে সাফ ফুটবল। স্বাগতিক বলেই সাফ ফুটবলে অন্তত ফাইনালে ওঠার লক্ষ্য বাংলাদেশের।

এ প্রসঙ্গে বাফুফের ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘নতুন কোচকে আমাদের লক্ষ্যের কথা জানিয়েছি। সাফ ফুটবলের ফাইনালে ওঠার জন্য তিনি যেন সর্বোচ্চ চেষ্টা করেন।  আর দল ফাইনালে উঠে গেলে কী হবে সেটা এখন বলতে পারছি না।’

নতুন কোচের প্রশংসা করে বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ আরও বলেছেন, “তিনি বর্তমানে ইংল্যান্ডের পঞ্চম ডিভিশনের দলে কোচিং করাচ্ছেন। তিনি চারটি ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন। আর্সেনাল একাডেমিতে খেলে বড় হয়েছেন। তার উয়েফা ‘এ’ লাইসেন্সও আছে। আর্সেনাল থেকে আমাকে রেফারেন্স দেওয়া হয়েছে তার ব্যাপারে। আশা করি, তিনি একজন ব্যতিক্রমী কোচ হবেন, আর সাফল্য এনে দেবেন আমাদের।”