মোহামেডান ও শেখ রাসেলের শাস্তি

msc-sk russel logoঢাকা মোহামেডান ও শেখ রাসেল ক্রীড়া চক্রকে শাস্তি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পেশাদার লিগ কমিটি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে তিন পয়েন্ট করে কেটে নেওয়া হয়েছে দুই দলের।

নাইজেরিয়ান কোচ এমেকা ইউজিগোর বকেয়া বেতন দিতে গড়িমসি করায় শাস্তি হয়েছে মোহামেডানের। সার্বিয়ান খেলোয়াড় মিরোস্লাভ সাভানোভিচকে যথাসময়ে  টাকা না দেওয়ায় শেখ রাসেলকেও শাস্তি পেতে হয়েছে। দুই দলই অবশ্য বকেয়া টাকা পরিশোধ করেছিল এক সময়, কিন্তু শাস্তি এড়াতে পারেনি।

তবে পয়েন্ট কাটা হলেও লিগে দুই দলের অবস্থানে কোনও পরিবর্তন আসেনি। মোহামেডান পঞ্চম আর শেখ রাসেল ষষ্ঠ স্থানেই আছে। এ বিষয়ে পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আব্দুল সালাম মুর্শেদী বলেছেন, ‘মোহামেডান আর শেখ রাসেলের আর্থিক জরিমানা ও পয়েন্ট কাটা নিয়ে ফিফার কিছু নির্দেশনা ছিল। দুটি ক্লাব জরিমানা শোধ করলেও পয়েন্ট কাটতেই হচ্ছে, আর লিগ কমিটি সেটা অনুমোদনও করেছে।’

সোমবার লিগ কমিটির সভায় আরও কয়েকটি সিদ্ধান্ত হয়েছে। আগামী মৌসুমে লিগের বয়সভিত্তিক আসরে অংশ নেবে অনূর্ধ্ব-১৭ বছর বয়সী ফুটবলাররা। পেশাদার লিগের ভেন্যুর সংখ্যা বাড়ানো হয়েছে। পাঁচ থেকে আটটি ভেন্যুতে হবে লিগের খেলা। ক্লাবগুলোকে ভেন্যু পছন্দ করতে বলা হয়েছে। পছন্দের ভেন্যু টানা তিন বছর ব্যবহার করতে হবে একটি ক্লাবকে। গতবারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী ও রানার্সআপ শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। তবে ইচ্ছে করলে অন্য ভেন্যু পছন্দ করতে পারবে ক্লাব দুটি।