নেইমারের সেরাটা পেতে দল সাজাবেন পিএসজির নতুন কোচ

neymarপ্যারিস সেন্ত জার্মেইয়ে তিনি যোগ দেওয়ার আগে থেকেই শোনা যাচ্ছে নেইমারের দলবদলের গুঞ্জন। যদিও পিএসজির নতুন কোচ থোমাস টুখেল সামনের মৌসুমের জন্য দল সাজাচ্ছেন এমনভাবে, যাতে নেইমার নিজের স্বাভাবিক খেলাটা আরও ভালোভাবে খেলতে পারেন।

মৌসুম শেষ হতেই নতুন কোচ থোমাস টুখেলকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিয়েছে পিএসজি। বরুশিয়া ডর্টমুন্ডের সাবেক এই কোচ প্রথম দিনেই জানিয়ে রেখেছেন তার পরিকল্পনা। রণকৌশল কীভাবে সাজাবেন সংবাদ সম্মেলনে নিশ্চিতভাবেই বলতে চাইবেন না তিনি, তবে দলের কাঠামো যে নেইমারকে মাথায় রেখেই ঠিক করছেন, সেটা স্পষ্টই জানিয়েছেন।

২২২ মিলিয়ন ইউরোতে বার্সেলোনা থেকে নেইমারকে কিনে এনেছে পিএসজি। ইউরোপিয়ান ফুটবলে নিজেদের সেরা বানাতে দুই হাতে ইউরো খরচ করছে তারা। এরপরও ২০১৭-১৮ মৌসুমে ঘরোয়া ফুটবলে সাফল্য পেলেও ইউরোপিয়ান ফুটবলে ‘পেছনের বেঞ্চের ছাত্র’ হয়েই থাকতে হয়েছে। নতুন মৌসুমের আগে তাই উনাই এমেরির জায়গায় কোচ হিসেবে নিয়োগ দিয়েছে টুখেলকে।

পিএসজিতে আনুষ্ঠানিক পরিচয় পর্বের দিনে দলের সেরা অস্ত্র নেইমারকে নিয়ে জার্মান কোচ বলেছেন, ‘নেইমার একজন শিল্পী, আমাকে অবশ্যই সঠিক একটি দলের কাঠামো দাঁড় করাতে হবে, যেখানে দাঁড়িয়ে সে নিজেকে ঠিকমতো মেলে ধরতে পারে।’ সঙ্গে যোগ করেছেন, ‘ও বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়, ম্যাচ জেতার পথে আমাদের প্রধান অস্ত্র। ইতিমধ্যে ওর সঙ্গে আমার কথা হয়েছে, সবকিছু ঠিকঠাকই চলছে।’ মার্কা