বার্সেলোনায় নিজের উত্তরসূরি বেছে নিলেন ইনিয়েস্তা

আন্দ্রেস ইনিয়েস্তাবার্সেলোনার জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেলেছেন আন্দ্রেস ইনিয়েস্তা। বিদায়বেলায় আশৈশব ক্লাবে নিজের উত্তরসূরি হিসেবে তিনজনের নাম বলেছেন স্প্যানিশ মিডফিল্ডার।

বার্সেলোনা কোচ এরনেস্তো ভালভারদের মতে, ইনিয়েস্তার মতো খেলোয়াড়ের অভাব পূরণ করা সম্ভব নয়। তার মতো অনেকেই মনে করেন, বার্সেলোনায় আরেকজন ইনিয়েস্তা পেতে অনেক সময় অপেক্ষা করতে হবে। স্প্যানিশ মিডফিল্ডার কিন্তু এখনকার বার্সেলোনা স্কোয়াডেই ‘আগামীর ইনিয়েস্তা’কে দেখছেন।

রবিবার কাতালানদের হয়ে শেষ ম্যাচ খেলেছেন ইনিয়েস্তা। সামনে মৌসুমে তার জায়গায় খেলতে প্রস্তুত ফিলিপে কৌতিনিয়ো। ব্রাজিলিয়ান এই মিডফিল্ডারের সঙ্গে দেনিস সুয়ারেস ও ২০ বছর বয়সী কার্লেস আলেনাকে নিজের উত্তরসূরি মনে করছেন ইনিয়েস্তা।

স্প্যানিশ মিডফিল্ডার বলেছেন, ‘এই দলেই অনেক খেলোয়াড় আছে; যার মধ্যে ফিলিপে কৌতিনিয়ো, দেনিস সুয়ারেস কিংবা আলেনা খুব ভালো মানের খেলোয়াড়।’

২২ বছরের বার্সেলোনা ক্যারিয়ারের ইতি টানছেন চলতি মৌসুম শেষে। কাতালানদের হয়ে অবশ্য শেষ ম্যাচ খেলে ফেলেছেন তিনি। লা মাসিয়া ও যুব দল পেরিয়ে ১৬ বছর পার করেছেন তিনি মূল দলে, যেখানে খেলেছেন ৬৭৪ ম্যাচ। গোল ডটকম