X
সোমবার, ১৭ মার্চ ২০২৫
২ চৈত্র ১৪৩১

মেসি-ডি মারিয়াকে নিয়ে কোপা শিরোপা ধরে রাখার মিশনে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
২০ মে ২০২৪, ২১:৪০আপডেট : ২০ মে ২০২৪, ২১:৫২

চার বছরে আর্জেন্টিনার তৃতীয় মেজর ট্রফি জয়ের মিশন আগামী জুনে। কোপা আমেরিকায় শিরোপা ধরে রাখার লক্ষ্যে শক্তিশালী দল ঘোষণা করেছে তারা। লিওনেল মেসির নেতৃত্বে ২৯ জনের প্রাথমিক দল সাজানো হয়েছে, যেখানে নেই বিশ্বকাপ জয়ী পাউলো দিবালা। প্রত্যাশিতভাবে জায়গা ধরে রেখেছেন প্লে মেকার অ্যাঞ্জেল ডি মারিয়া।

সোমবার দল ঘোষণা করেছেন লিওনেল স্কালোনি। চূড়ান্ত দল ঘোষণার সময় বাদ পড়বেন এখান থেকে তিন জন।

দিবালা ছাড়াও কাতার বিশ্বকাপ জয়ী আরও তিন খেলোয়াড় এই দলে নেই। হুয়ান ফয়েথ, আলেজান্দ্রো পাপু গোমেজ ও থিয়াগো আলমাদা বাদ পড়েছেন।.

ভিয়ারিয়ালের হয়ে ১২ লিগ ম্যাচ খেলা ফয়েথ মৌসুমের বেশিরভাগ সময় খেলেননি ইনজুরির কারণে। ড্রাগ টেস্টে ব্যর্থ হয়ে দুই বছর নিষিদ্ধ গোমেজ। অলিম্পিকের জন্য আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলে ডাক পাওয়ায় বাদ পড়েছেন আলমাদা। তবে দিবালা কেন বাদ পড়লেন, তা অস্পষ্ট। এএস রোমার হয়ে দারুণ মৌসুম কাটিয়েছেন ৩০ বছর বয়সী ফরোয়ার্ড। তার বাদ পড়ার কারণ এখনও অজানা।

কোপা আমেরিকার আগে হন্ডুরাস ও ইকুয়েডরের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এই দুটি ম্যাচের জন্যও একই দল থাকবে। লিওনার্দো বালের্দি, লুকাস মার্তিনেজ কুয়ার্তা, ভ্যালেন্তিন বারকো, ভ্যালেন্তিন কারবোনি ও অ্যাঞ্জেল কোরেয়া ফিরেছেন দলে।

আগামী ২১ জুন কানাডার বিপক্ষে কোপা আমেরিকার প্রথম ম্যাচ খেলবে আর্জেন্টিনা। গ্রুপে তাদের পরের ম্যাচ ২৬ ও ৩০ জুন চিলি ও পেরুর সঙ্গে।

আর্জেন্টিনা স্কোয়াড:  ফ্রাঙ্কো আরমানি, জেরোনিমো রুল্লি, এমিলিয়ানো মার্তিনেজ, গনজালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা, লিওনার্দো বালের্দি, ক্রিস্টিয়ান রোমেরো, জার্মান পেজ্জেলা, লুকাস এম কুয়ার্তা, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, মার্কোস আকুনা, নিকোলাস তাগলিয়াফিকো, ভ্যালেন্তিন বারকো, গুইদো রদ্রিগেজ, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো ডি পল, এজেকুয়েল পালাসিওস, এনজো ফার্নান্দেজ, জিওভানি লু চেলসো, অ্যাঞ্জেল ডি মারিয়া, ভ্যালেন্তিন কারবোনি, লিওনেল মেসি, অ্যাঞ্জেল কোরেয়া, আলেজান্দ্রো গারনাচো, নিকোলাস গঞ্জালেজ, লাউতারো মার্তিনেজ, জুলিয়ান আলভারেজ।

/এফএইচএম/
সম্পর্কিত
বিবাদের পর বেলজিয়াম দলে ফিরেছেন কুর্তোয়া 
ফিরেই গোল করে মায়ামিকে কোয়ার্টার ফাইনালে তুললেন মেসি
১০ জনের দলে পরিণত হওয়ার পরও মেসিকে নামায়নি মায়ামি!
সর্বশেষ খবর
লিভারপুলকে হারিয়ে ৫৬ বছরের ট্রফি খরা ঘুচালো নিউক্যাসেল
লিভারপুলকে হারিয়ে ৫৬ বছরের ট্রফি খরা ঘুচালো নিউক্যাসেল
৭২ ঘণ্টার কম বিরতিতে আবার দুই ম্যাচ খেলতে হবে রিয়ালকে!
৭২ ঘণ্টার কম বিরতিতে আবার দুই ম্যাচ খেলতে হবে রিয়ালকে!
সাবেক এমপি ফজলে করিমের দুই ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক এমপি ফজলে করিমের দুই ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা
জাতিসংঘ মহাসচিবের সফরে এক ঢিলে তিন পাখি
জাতিসংঘ মহাসচিবের সফরে এক ঢিলে তিন পাখি
সর্বাধিক পঠিত
ছাত্রলীগের বিদ্রোহী অংশ বের না হলে আন্দোলন কঠিন হতো: নাহিদ ইসলাম
ছাত্রলীগের বিদ্রোহী অংশ বের না হলে আন্দোলন কঠিন হতো: নাহিদ ইসলাম
দ্রব্যমূল্য কীভাবে কমলো, জানালেন প্রেস সচিব
দ্রব্যমূল্য কীভাবে কমলো, জানালেন প্রেস সচিব
ফুল কিনতে যাওয়া তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুই ছাত্রদল নেতাসহ আটক ৪
ফুল কিনতে যাওয়া তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুই ছাত্রদল নেতাসহ আটক ৪
প্রথমবারের মতো ভার্চুয়াল মুদ্রা জব্দ করলো সিআইডি
প্রথমবারের মতো ভার্চুয়াল মুদ্রা জব্দ করলো সিআইডি
তুলসী গ্যাবার্ড দিল্লিতে, দোভালের সঙ্গে বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ
তুলসী গ্যাবার্ড দিল্লিতে, দোভালের সঙ্গে বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ