আবারও আসছেন ইরানি কোচ আলীপোর আরজী

দ্বিতীয় আসরে আলীপোরের বাংলাদেশ হয়েছে রানার্সআপআন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভলিবলকে দারুণ উচ্চতায় নেওয়া আলীপোর আরজী আবার আসছেন ঢাকায়। আগামী ১৫ থেকে ২২ সেপ্টেম্বর এশিয়ান মেনস ভলিবল চ্যালেঞ্জ কাপে চোখ রেখে আবারও আনা হচ্ছে ইরানি কোচকে।

২০১৬ সালে ঢাকায় বঙ্গবন্ধু এশিয়ান সিনিয়র মেনস সেন্ট্রাল জোন ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছিল বাংলাদেশ। ২০১৮ সালের আসরে হয়েছে রানার্সআপ। দুটি আসরেই বাংলাদেশের কোচ ছিলেন ইরানের আলীপোর আরজি।

আগামী ৯ জুলাই থেকে অনুশীলন শুরু করবে জাতীয় ভলিবল দল। ওইদিন ঢাকায় আসবেন ইরানের কোচ। এবার ভলিবল ফেডারেশন আগেভাগেই অনুশীলনের সুযোগ করে দিচ্ছে। আপাতত ২৮ জনকে নিয়ে শুরু হবে অনুশীলন। আলীপোর আরজী অনুশীলন দেখে দল ছোট করে আনবেন।

ঢাকায় কিছুদিন অনুশীলন করে দল আবার ইরান যাবে। সেখানে মাসব্যাপী অনুশীলন হবে। ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ইরানের কোচ (আলীপোর আরজী) আসছেন। আমাদের দল নিয়ে কোচ ইরানে যাবেন। সেখানে দীর্ঘমেয়াদে অনুশীলন হবে। আমাদের লক্ষ্য হলো শ্রীলঙ্কায় ভালো ফল করা।’

জাতীয় দলের অধিনায়ক হরষিত বিশ্বাস উচ্ছ্বসিত আবারও আলীপোরকে পাওয়ার খবরে, ‘শ্রীলঙ্কায় আমরা ভালো ফল করতে চাই। সেখানে খেলার সুযোগ পাওয়া আমাদের জন্য বড় সুযোগ। তারপর আবার ইরানের কোচকে পাচ্ছি। আশা করছি দীর্ঘমেয়াদে অনুশীলন করে ইতিবাচক ফল আনতে পারব।’