রোনালদোর চেয়ে রিয়াল বড়: রামোস

রোনালদোর সঙ্গে রামোসসান্তিয়াগো বার্নাব্যু ছেড়ে গেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে হয়েছিলেন তিনি দলটির সেরা খেলোয়াড়। তার চলে যাওয়াটা মাদ্রিদের ক্লাবটির জন্য ‘বড় ধাক্কা’ হিসেবে দেখছেন অধিনায়ক সের্হিয়ো রামোস। তবে একজন রোনালদোর চেয়ে যে রিয়াল অনেক উপরে, সেটাও জানিয়ে রাখলেন তিনি।

অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে উয়েফা সুপার কাপে মুখোমুখি হচ্ছে রিয়াল। ইউরোপিয়ান ফুটবলে আরও একটি মাদ্রিদ ডার্বির উত্তেজনাকর ম্যাচ দেখার অপেক্ষায় বিশ্ব। এস্তোনিয়ার তালিনের এই ম্যাচের আগে রোনালদো সম্পর্কে কথা বলেছেন রামোস। গ্রীষ্মের দলবদলে জুভেন্টাসে যোগ দেওয়া পর্তুগিজ যুবরাজ রিয়াল ‘পরিবারের সদস্য’ ছিলেন বলে মন্তব্য করেছেন স্প্যানিশ ডিফেন্ডার।

পর্তুগিজ উইঙ্গারের চলে যাওয়াটা রিয়ালের জন্য ধাক্কা হলেও মাদ্রিদের ক্লাবটি সাফল্যের ধারা সচল রাখবে বলেই মনে করেন রামোস। ‘লস ব্লাঙ্কোস’ অধিনায়কের বক্তব্য, ‘এখানে (রিয়াল মাদ্রিদ) আমরা নিজেদের একটা পরিবার হিসেবে মনে করি। তাই আমি বলতে পারব না সে (রোনালদো) আসলে কী ভাবছে এখন। আমরা অনেক সাফল্য পেয়েছি, আর তার কারণ আমরা একটা পরিবারের মতো।’

কথাটা শেষ করেই রামোস আবার বলতে শুরু করলেন, ‘ক্রিস্তিয়ানো রোনালদোর মতো একজন খেলোয়াড়কে হারানোটা অবশ্যই নেতিবাচক বিষয়। তবে আমরা জয়ের ধারা সচল রাখতে পারব। রিয়াল মাদ্রিদের ইতিহাসে অনেকেই এসেছে, আবার চলেও গেছে, এরপরও রিয়াল জয়ের ধারাতেই থেকেছে।’

রোনালদোর চলে যাওয়া নিয়ে নয়, বরং সাফল্যের ধারা ধরে রাখার দিকেই নজর স্প্যানিশ ডিফেন্ডারের, ‘রোনালদোকে হারানোর বিষয়টি অনেক কষ্টকর, তবে রিয়াল মাদ্রিদ নির্দিষ্ট কোনও খেলোয়াড়ের উর্ধ্বে। আমরা এখনও উন্নতি করতে মুখিয়ে আছি।’ মার্কা