‘রিয়াল আবার জিতবে’

শিরোপাটা ছুঁয়ে দেখা হলো না রামোসেররিয়াল মাদ্রিদের অধিনায়ক সের্হিয়ো রামোস ভক্তদের আশ্বস্ত করলেন, আবার তার দল জিতবে। দলের প্রতি ফিরিয়ে আনবেন সমর্থকদের আস্থা।

ক্রিস্তিয়ানো রোনালদো নেই, তার অভাবটা বুঝতে না দেওয়ার দৃঢ়তা নিয়ে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। পর্তুগিজ উইঙ্গার জুভেন্টাসে যোগ দেওয়ার পর প্রথম প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে ভালো অভিজ্ঞতা হয়নি তাদের। উয়েফা সুপার কাপে অতিরিক্ত সময়ে ৪-২ গোলে অ্যাতলেতিকো মাদ্রিদের কাছে হেরেছে ইউরোপ চ্যাম্পিয়নরা।

২০০০ সালের পর এটি ছিল কোনও আন্তর্জাতিক ফাইনালে রিয়ালের প্রথম হার। এটা কি রোনালদোকে হারানোর প্রভাব? এমন প্রশ্ন আসছে ঘুরেফিরে। তবে সামাজিক মিডিয়া ব্যবহার করে রামোস জানালেন, এই হারের পর ঘুরে দাঁড়াবে রিয়াল।’

টুইটারে স্প্যানিশ ডিফেন্ডার লিখেছেন, ‘প্রত্যেক হার থেকে আমরা কিছু শিখি। এই ব্যাজকে (রিয়াল) আমরা আবার জয়ী বানাবো। এনিয়ে কারও সন্দেহ নেই। মাদ্রিদ এগিয়ে চলো। আমরা চিরদিন ছিলাম, আছি, থাকবো।’ গোল ডটকম