‘লিগে সেরা চারে থাকাই কঠিন হবে ম্যানইউর জন্য’

হোসে মরিনহোইংলিশ প্রিমিয়ার লিগে দ্বিতীয় স্থানে থেকে গত মৌসুম শেষ করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। নতুন মৌসুমে রেড ডেভিলদের জন্য সেরা চারে থাকা কঠিন হয়ে পড়বে মনে করছেন কোচ হোসে মরিনহো।

২০১৩ সালে সবশেষ লিগ শিরোপা জিতেছিল ম্যানইউ। স্যার অ্যালেক্স ফার্গুসন দায়িত্ব ছাড়ার পর আর কখনও ট্রফি নিয়ে উৎসব করতে পারেনি ইউনাইটেড। এবারও সেই বৃত্ত ভাঙা অসম্ভব বলছেন মরিনহো। তার মতে সেরা চারে থেকে চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়াই হবে ম্যানইউর সেরা অর্জন।

গত মৌসুমে চ্যাম্পিয়ন ম্যানসিটির পরে থেকে শেষ করতে হয়েছে ইউনাইটেডকে। এবার কি গত মৌসুমকে ছাড়িয়ে যেতে পারবে তারা? এমন সম্ভাবনা নিয়ে মরিনহোর জবাব, ‘আমরা চেষ্টা করছি। কিন্তু এটা হবে খুব কঠিন কাজ। গত মৌসুমের মতো এবারও শীর্ষ চারে থাকা হবে প্রত্যেক দলের জন্য সত্যিই কষ্টের।’

এই মৌসুমে খেলোয়াড় কেনায় যারা টাকা ঢেলেছে তারা দারুণ কিছু করবে মনে করছেন পর্তুগিজ কোচ, ‘চমৎকার বিনিয়োগ করে এবার শিরোপা জিততে চাইবে লিভারপুল। চেলসিরও দারুণ স্কোয়াড আছে, ম্যানসিটিরও। টটেনহ্যাম তাদের খেলোয়াড়দের রেখে দিয়ে অসাধারণ বিনিয়োগ করেছে, এটাই হচ্ছে সেরা বিনিয়োগ।’ গোল ডটকম