ম্যানসিটির অনুশীলনে ফিরলেন ডি ব্রুইন

কেভিন ডি ব্রুইনমৌসুমের ‍শুরুতেই বড় ধাক্কা ম্যানচেস্টার সিটির। চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে যান কেভিন ডি ব্রুইন। লম্বা সময় মাঠের বাইরে থাকার আশঙ্কা করা হলেও হাঁটুর চোট কাটিয়ে ইংলিশ ক্লাবটির অনুশীলনে ফিরেছেন এই মিডফিল্ডার।

২০১৮-১৯ মৌসুমের শুরুতেই মাঠের বাইরে ছিটকে যান ডি ব্রুইন। আগস্টের মাঝামাঝিতে হাঁটুর লিগামেন্ট ছিড়ে যায় তার। রাশিয়া বিশ্বকাপে দুর্দান্ত সময় কাটানোর পর ক্লাব ফুটবলে নামাটা তাই মোটেও সুখের হয়নি এই মিডফিল্ডারের। ২০১৮ বিশ্বকাপে বেলজিয়ামের তৃতীয় হওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ডি ব্রুইন অনুশীলনের সময় পেয়েছিলেন চোট।

তার আগে চলতি মৌসুমের একটিমাত্র ঘরোয়া লিগের ম্যাচ খেলা হয়েছিল তার। আর্সেনালের বিপক্ষে ম্যানসিটির ২-০ গোলের জেতার ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি। এরপর অপ্রত্যাশিত চোটে এলোমেলো হয়ে যায় সব। পেপ গার্দিওলার পরিকল্পনায় মারাত্মকভাবে ধাক্কা লাগে। কেননা প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, তিন মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন ডি ব্রুইন।

তবে ওই আশঙ্কার মেঘ উড়ে গেছে বেলজিয়ান মিডফিল্ডার অনুশীলনে ফেরায়। চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় অনুশীলন শুরু করেছেন ডি ব্রুইন। গোল ডটকম