এবার এএফসি কাপে বাংলাদেশের মাত্র একটি দল

afc_cup_logoএশিয়ার অন্যতম সেরা ক্লাব টুর্নামেন্ট এএফসি কাপে এতদিন দুটি দল অংশ নেওয়ার সুযোগ পেতো বাংলাদেশ থেকে। কিন্তু এবার মাত্র একটি দল অংশগ্রহণের সুযোগ পাবে।

এএফসি কাপে বাংলাদেশের ফেডারেশন কাপ ও প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন অংশ নেয়। নিয়ম অনুযায়ী, গতবার অংশ নিয়েছিল ঢাকা আবাহনী ও সাইফ স্পোর্টিং ক্লাব। তবে শুধু শিরোপা জিতলেই হবে না, এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি)  ক্লাব লাইসেন্সিং শর্ত পূরণ করাও প্রয়োজন। গতবার আবাহনী ফেডারেশন কাপ আর লিগ চ্যাম্পিয়ন হলে লাইসেন্সিং শর্ত পূরণ করে দ্বিতীয় দল হিসেবে এএফসি কাপে সুযোগ পায় সাইফ  স্পোর্টিং।

আগামী ১৫ নভেম্বরের মধ্যে এএফসির কাছে ফেডারেশন কাপ ও লিগ চ্যাম্পিয়ন দলের নাম পাঠাতে হবে। কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কোনও নাম দিতে পারেনি। দেওয়া সম্ভবও নয় অবশ্য। এখনও যে ফুটবল মৌসুমই শুরু হয়নি বাংলাদেশে!

এএফসিকে অনুরোধ করে বাফুফে শুধু ফেডারেশন কাপের ‘স্লট’ রাখতে পেরেছে। অর্থাৎ ২৭ অক্টোবর শুরু হতে যাওয়া ফেডারেশন কাপের চ্যাম্পিয়নই শুধু এএফসি কাপে খেলার সুযোগ পাবে। কিন্তু সেই দলটি ক্লাব লাইসেন্সিং শর্ত পূরণ করতে ব্যর্থ হলে এএফসি কাপে অংশ নিতে পারবে না। এবার মাত্র চারটি দল  ঢাকা আবাহনী, বসুন্ধরা কিংস, শেখ রাসেল ক্রীড়া চক্র ও সাইফ স্পোর্টিং পূরণ করেছে সেই শর্ত। মানে এই চার দলের বাইরে অন্য কোনও দল ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হলে এএফসি কাপে বাংলাদেশের প্রতিনিধি থাকবে না!

এ নিয়ে পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী কিছুটা বিব্রত। তিনি বলেছেন,  ‘আমরা বিভিন্ন কারণে বর্ষসূচি মেনে চলতে পারি না। জাতীয় দল নিয়ে অথবা অন্যান্য কারণে ব্যস্ততা থাকে। তাই এবার এএফসি কাপে আমাদের কোটা কমে গেছে।’