বাজে রেকর্ড গড়ে রিয়ালের হার

আরেকবার হারের হতাশায় ডুবল রিয়ালহতাশার বৃত্ত থেকে বের হতে পারেনি রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে নাটকীয় ম্যাচে লেভান্তের কাছে তারা হেরেছে ২-১ গোলে। এনিয়ে সব ধরনের ম্যাচে টানা ৫ ম্যাচ জয়হীন মাদ্রিদ ক্লাব, যেটা ২০০৯ সালের মে মাসের পর তাদের সবচেয়ে বাজে পারফরম্যান্স।

৯ বছর আগে দলের এমন বাজে পারফরম্যান্সে বরখাস্ত হয়েছিলেন কোচ হুয়ান্দে রামোস। লেভান্তের কাছে হারের পর এবার প্রচণ্ড চাপে পড়লেন হুলেন লোপেতেগি। সব ধরনের প্রতিযোগিতায় চার ম্যাচের জয়খরা কাটাতে এদিন স্প্যানিশ কোচ দলে পাঁচটি পরিবর্তন আনেন।

আলভেসের কাছে শেষ লিগ ম্যাচ হারা দলের গ্যারেথ বেল, করিম বেনজিমা টনি ক্রুস, দানি কেবায়োস ও নাচোকে বসিয়ে রাখেন তিনি। লুকাস ভাসকেস, দিয়াজ মারিয়ানো ও মার্কো আসেনসিওর আক্রমণভাগ বেশ দাপট দেখিয়েছে। কিন্তু পেরে ওঠেনি দুর্ভাগ্যের শিকার হয়ে।

বরং ১৩ মিনিটের মধ্যে দুটি গোল হজম করে রিয়াল। সের্হিয়ো পোস্তিগোর পাস থেকে ৬ মিনিটে লেভান্তেকে এগিয়ে দেন লুইস মোরালেস। ১১ মিনিটে ডিবক্সের একেবারে প্রান্তে রাফায়েল ভারানের হাতে বল লাগলে পেনাল্টি পায় লেভান্তে। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি ব্যবহার করে পেনাল্টির সিদ্ধান্ত নেন রেফারি। ১৩ মিনিটে স্পট কিক থেকে রজার মার্তি ব্যবধান দ্বিগুণ করেন।

চার মিনিট পরই গোল শোধ দিয়েছিল রিয়াল, কিন্তু বাতিল হয় অফসাইডে। ইস্কোর কর্নার থেকে কাসেমিরোর হেড ক্রসবারে লেগে ফিরে এলে আসেনসিও লক্ষ্যভেদ করেন। কিন্তু ভিএআরে দেখা যায় কাসেমিরোর হেডের সময় আসেনসিও অফসাইডে ছিলেন।

২২ মিনিটে দুর্দান্ত সেভে রিয়ালকে হতাশ করেন লেভান্তে গোলরক্ষক ওয়ের। চার মিনিট পর পস্তিগো ব্লক করেন মারিয়ানোর চেষ্টা। ৩৪ ও ৪৩ মিনিটে আবারও অতিথি গোলরক্ষক বাধা হয়ে দাঁড়ান কাসেমিরো ও ভাসকেসের সামনে। ৪৪ মিনিটে লেভান্তে আরেকবার জালে বল জড়ালেও ভিএআরের মাধ্যমে অফসাইডে গোল বাতিল হয়।

দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি মাঠে নামেন বেল। ৬৫ মিনিটে তার দারুণ ফ্রি কিক ঠেকিয়ে দেন ওয়ের। তার আগে ৫৭ মিনিটে লজ্জার রেকর্ড গড়ে রিয়াল। ১১৬ বছরের ইতিহাসে সব ধরনের প্রতিযোগিতায় ৪৬৪ মিনিট ধরে গোলখরার আগের রেকর্ড ভাঙে তারা।

৭২ মিনিটে বেল ও বেনজিমার সমন্বিত চেষ্টায় একটি গোল শোধ দেন মার্সেলো। ৪ মিনিট পর ফরাসি ফরোয়ার্ডের একটি শট গোলবারে লেগে ফিরে যায়। ৮৮ মিনিটে বেনজিমার হেড ফিরিয়ে দেন ওয়ের, ফিরতি শটে বল জালে জড়ান মারিয়ানো। কিন্তু আবারও হতাশ হতে হয় অফসাইডের বাঁশি বাজায়।

এনিয়ে লা লিগায় ১১ ম্যাচ পর রিয়ালকে হারাল লেভান্তে। টানা দ্বিতীয় হারে ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে মাদ্রিদ জায়ান্টরা। গোল ডটকম