অ্যাতলেতিকোয় খেলতে পেরে খুশি গ্রিয়েজমান

আন্তোয়ান গ্রিয়েজমানবার্সেলোনায় চুক্তি করতে পারেন, এমন সম্ভাবনা নাকচ করে দিয়ে আবারও অ্যাতলেতিকো মাদ্রিদের প্রতি ভালোবাসার কথা জানালেন আন্তোয়ান গ্রিয়েজমান।

বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে নিজের ২০তম গোলে রেকর্ড গড়েন ফরাসি ফরোয়ার্ড। ক্লাবের প্রথম খেলোয়াড় হিসেবে ইউরোপিয়ান ফুটবল মঞ্চে এই কীর্তি অর্জন করলেন গ্রিয়েজমান।

২০১৪ সালে অ্যাতলেতিকোয় চুক্তি করেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ড। তারপর থেকেই গুঞ্জন মেসি-সুয়ারেসদের সঙ্গে বার্সার আক্রমণভাগে দেখা যাবে তাকে। কিন্তু এমন সম্ভাবনা প্রত্যাখ্যান করে দিলেন গ্রিয়েজমান। মঙ্গলবার ওয়ান্দা মেত্রোপলিতানোতে দ্বিতীয়ার্ধে গোল করেন তিনি। ম্যাচ শেষে জানান কতটা ভালোবাসেন মাদ্রিদ ক্লাবকে।

উয়েফাকে গ্রিয়েজমান বলেছেন, ‘এমন রাত আমি খুব ভালোবাসি এবং এজন্যই আমি এই ক্লাবে খেলতে পেরে খুব খুশি। জার্মানিতে তারা (ডর্টমুন্ড) আমাদের বিধ্বস্ত করার পর আমরা সত্যিই এমন একটা খেলা চেয়েছিলাম। আমরা ভুল থেকে শিখেছি এবং আরও অনেক উজ্জীবিত হয়ে খেলেছি। আমাদের গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড় ইনজুরিতে, তারপরও দল ভালোভাবে জবাব দিয়েছে, যেমনটা সবসময় হয়। এটাই অ্যাতলেতিকো।’ গোল ডটকম