ড্র করে ফাইনাল জমিয়ে দিল বোকা-রিভার

রিভার প্লেটের গোল উৎসবঅনেকের বিবেচনায় বিশ্বের সবচেয়ে উত্তেজনাকর ফুটবল দ্বৈরথ। বোকা জুনিয়র্স-রিভার প্লেটের সেই লড়াই যখন কোপা লিবার্তাদোরেসের ফাইনালে, তখন তার উত্তাপ ছাপিয়ে যায় আগের সবকিছুকে। রবিবার রাতে ফাইনালের প্রথম লেগে উত্তেজনার ডালি সাজিয়ে ফুটবল বিশ্বকে উপভোগ্য এক ম্যাচ উপহার দিয়েছে ‘সুপার ক্লাসিকো’। যেখানে বোকার মাঠ থেকে ২-২ গোলের ড্র নিয়ে ফিরেছে রিভার।

লাতিন আমেরিকার ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের ফাইনাল লড়াইয়ের প্রথম লেগ হওয়ার কথা ছিল শনিবার। তবে বুয়েনস এইরেসের প্রবল বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করে নতুন ‍করে সূচি করা হয় রবিবার। একদিন পিছিয়ে যাওয়ায় আর্জেন্টাইন ‘সুপার ক্লাসিকো’র উত্তাপ যেন বেড়ে গিয়েছিল আরও। মাঠে সেটার প্রকাশ ঘটলো দারুণভাবে। দুইবার পিছিয়ে পড়েও রিভার ড্র করে মাঠ ছাড়ায় সুবিধাজনক জায়গায় এখন তারা। কেননা সমতায় থেকে ফাইনালের ফিরতি লেগ খেলতে নামবে তারা ঘরের মাঠে নিজেদের দর্শকদের সামনে।

‘সুপার ক্লাসিকো’তে প্রতিপক্ষের খেলোয়াড়দের মাঠে আসার সুযোগ নেই। নিরাপত্তার কথা চিন্তা করেই অ্যাওয়ে দর্শককে নিষিদ্ধ করা হয়েছে ফুটবলের অন্যতম সেরা দ্বৈরথে। বোকার মাঠে তাই রিভারের কোনও সমর্থক ছিল না। এরপরও মাঠে দাপট দেখিয়েছে তারাই বেশি।

যদিও লা বোম্বোনেরায় শুরুতে এগিয়েছিল বোকা। ৩৪ মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেন রামন আবিলা। বক্সের ভেতর থেকে নেওয়া এই উইঙ্গারের শট প্রতিহত করেছিলেন রিভার গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানি। তবে তার গায়ে লেগে ফিরে আসা বলে আবার শট করে জালে জড়ান আবিলা।

চিরপ্রতিদ্বন্দ্বী বিপক্ষে সমতায় ফিরতে এতটুকু দেরি করেনি রিভার। পরের মিনিটেই লুকাস প্রাতোর লক্ষ্যভেদে খেলায় ফেরে উত্তেজনা। ডান প্রান্ত থেকে প্রাতোর নেওয়া শট বোকার গোলরক্ষকের হাতে লাগলেও রক্ষা হয়নি।

বিরতিতে যাওয়ার আগেই আবার এগিয়ে যায় বোকা। চমৎকার হেড থেকে স্বাগতিকদের লিড এনে দেন দারিও বেনেদেতো। যদিও তাদের উৎসব বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি রিভার। বিরতি থেকে ঘুরে এসে সফরকারীরা সমতায় ফেরে আত্মঘাতী গোলে। ৬১ মিনিটে সেট পিচ থেকে উড়ে আসা বল ‘ক্লিয়ার’ করতে গিয়ে হেড করে নিজেদের জালে বল জড়িয়ে দেন বোকা ডিফেন্ডার কার্লোস ইসকিয়ারদোস।

ফাইনালের প্রথম লেগ শেষ হয় তাই ২-২ গোলে। ২৪ নভেম্বর রিভারের মাঠ এল মনুমেন্তালের ফিরতি লেগে ঠিক হবে এবারের কোপা লিবার্তাদোরেসের চ্যাম্পিয়ন।