বার্সেলোনায় মেসির সঙ্গে ইউনূস

মেসির হাতে বই তুলে দিচ্ছেন ইউনূসবার্সেলোনায় গিয়েছেন তিনি আগেও। তবে ড. মোহাম্মদ ইউনূসের এবারের যাওয়াটা অন্য কারণে। তার লেখা বই ‘আ ওয়ার্ল্ড অব থ্রি জিরোস’ নিয়ে হাজির হয়েছিলেন বার্সার অনুশীলন গ্রাউন্ডে। সেখানেই ক্লাবটির আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির হাতে তুলে দেন তার লেখা বইটির স্প্যানিশ সংস্করণ।

বার্সেলোনার অফিসিয়াল ওয়েবসাইট কাতালান ক্লাবটির খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে ইউনূসের কাটানো মুহূর্তের ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, এক এক করে বার্সার বেশ কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে হাত মেলাচ্ছেন বাংলাদেশের একমাত্র নোবেল জয়ী।

এরই ধারাবাহিকতায় খানিক পর মেসির সঙ্গে সাক্ষাৎ হয় তার। আর্জেন্টাইন অধিনায়কের সঙ্গে হাত মেলানোর পর তার হাতে তুলে দেন বই ‘উন মুন্দো এল ত্রেস সেরোস’। মেসির সঙ্গে কাটানো ওই মুহূর্তের ছবি নিজের ফেসবুকে পোস্ট করে ইউনূস লিখেছেন, “প্রফেসর মোহাম্মদ ইউনূসের লিখা ‘আ ওয়ার্ল্ড থ্রি জিরোস’ বইয়ের স্প্যানিশ সংস্করণ ‘উন মুন্দো এল ত্রেস সেরোস’ ন্যু ক্যাম্পে মাত্রই হাতে তুললেন লিওনেল মেসি।’

বার্সার ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে শান্তিতে নোবেল বিজয়ী ইউনূস বলেছেন, ‘বাংলাদেশের লাখ লাখ তরুণ বার্সেলোনার বড় ভক্ত। বিশাল সমর্থক গোষ্ঠী আছে বাংলাদেশে, তাদেরই একজন আমি। তারা সবাই বার্সাকে প্রচণ্ড ভালোবাসে, প্রত্যেক খেলোয়াড় তাদের কাছে নায়ক।’

আর মেসি সম্পর্কে তার বক্তব্য, ‘সে আমাদের সময়ের গ্রেটেস্ট হিরো। ও বিশ্বের বহু মানুষের অনুপ্রেরণা। বিশেষ করে তরুণদের পথপ্রদর্শক। কারণ ও যা করে তারা সেটা নিজেদের মনে গেঁথে নেয়।’