উরুগুয়ে জয়ে ‘গর্বিত’ ব্রাজিল কোচ

ব্রাজিল কোচ তিতেকঠিন পরীক্ষা দিতে হয়েছে তাদের উরুগুয়ের সামনে। নেইমারের পেনাল্টি গোলে ঘাম ঝরানো জয় পেয়েছে ব্রাজিল। লন্ডনের প্রীতি ম্যাচে ১-০ গোলের জয়ের পরও তাই স্বস্তি ঝরেছে ব্রাজিল কোচ তিতের কণ্ঠে। উরুগুয়ের বিপক্ষে শিষ্যদের পারফরম্যান্সে ‘গর্বিত’ এই কোচ।

আর্সেনালের মাঠ এমিরেটস স্টেডিয়ামে শুক্রবার রাতে মঞ্চায়িত হয়েছে ‘অল লাতিন ফুটবল’ দ্বৈরথ। যেখানে শারীরিক ফুটবলের প্রদর্শনীতে ৮ খেলোয়াড়কে দেখতে হয়েছে হলুদ কার্ড। একই সঙ্গে ব্রাজিলের পাওয়া পেনাল্টি নিয়েও আছে বিতর্ক। অনেক ঘটনায় মোড়ানো প্রীতি ম্যাচটিতে ব্রাজিলকে কঠিন পরীক্ষায় ফেলেছিল ‘তরুণ’ উরুগুয়ে দল। শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারার তৃপ্তি নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন সেলেসাও কোচ তিতে।

তিনি বলেছেন, ‘এটা ছিল লাতিন আমেরিকা ডার্বি। উরুগুয়েকে সম্মান দেখাতেই হবে। প্রীতি ম্যাচ হলেও ওদের পারফরম্যান্স ছিল দারুণ, অনেক উঁচু পর্যায়ে পারফর্ম করেছে তারা।’ সঙ্গে যোগ করেছেন, ‘ওরা দুটো আলাদা ধাঁচে ফুটবল খেলেছে এবং দুই ধরনেই ভালো করেছে। ওরা বল নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেছে এবং সুযোগ তৈরি করেছে।’

প্রতিপক্ষের আক্রমণভাগের প্রশংসাও ঝরেছে তিতের কণ্ঠে। যদিও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারায় তৃপ্ত ব্রাজিলিয়ান কোচ, ‘ওদের আক্রমণভাগ ভয়ঙ্কর। আপনি (রোদ্রিগো) বেনাতকুরকে দেখুন, জুভেন্টাসে খেলা এই ছেলেটা কী অসাধারণ। এত কিছুর পরও আমরা ওদের নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। উরুগুয়ের মতো দলকে নিয়ন্ত্রণ করাটা সহজ কাজ নয়।’

চোটের কারণে লন্ডনের প্রীতি ম্যাচে খেলা হয়নি ফিলিপে কৌতিনিয়ো, মার্সেলো ও কাসেমিরোর। দলের গুরুত্বপূর্ণ তিন খেলোয়াড়ের অনুপস্থিতিতেও জয়ের ধারা সচল রাখতে পেরে সন্তুষ্ট তিতে, ‘দলে অনেক পরিবর্তন আসার পরও ধারাবাহিকতা ধরে রাখতে পেরেছি। যেটা সত্যি দারুণ ব্যাপার।’ স্কাই স্পোর্টস