রোমাঞ্চ নিয়ে নকআউটের জন্য প্রস্তুত রোনালদো

ক্রিস্তিয়ানো রোনালদোচ্যাম্পিয়নস লিগের নকআউট আগেই নিশ্চিত করেছিল জুভেন্টাস। তাতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইয়াং বয়েজের কাছে হারলেও তাদের পথ দুর্গম হয়ে ওঠেনি। এই হারে মোটেও বিচলিত নন ক্রিস্তিয়ানো রোনালদো।

নকআউটের মতো ‘সুন্দর অংশের’ জন্য তৈরি ইতালিয়ান জায়ান্টদের প্রাণভোমরা। রোনালদোর বিশ্বাস, ২-১ গোলে গ্রুপের শেষ ম্যাচটি হারলেও নকআউটে যে কোনও দলের সঙ্গে পেরে উঠতে প্রস্তুত তারা।

রিয়াল মাদ্রিদের সঙ্গে টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ জেতার পর এবার জুভেন্টাসেও ট্রফি হাতে নিতে চান রোনালদো। তিনি বলেছেন, ‘এখন চ্যাম্পিয়নস লিগের সবচেয়ে সুন্দর অংশের শুরু হবে। আমি আত্মবিশ্বাসী আমরা এর জন্য পুরোপুরি প্রস্তুত।’

ইয়াং বয়েজের গোলপোস্টে লেগে একটি গোলের সুযোগ নষ্ট করেন রোনালদো। ম্যাচ শেষে ৩৩ বছর বয়সী তারকা বলেছেন, ‘আমি শান্ত আছি। কারণ আমি জানি এই দলের সম্ভাবনা, আমারও।’

এই ম্যাচে আক্ষেপ নিয়ে রোনালদো বলেন, ‘আমি সহজেই আরও দুই একটি গোল করতে পারতাম। কিন্তু এটাই ফুটবল। এখন শুধু আমাদের পরের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে।’