বসুন্ধরা কিংসে শিরোপা উৎসব

স্বদেশ স্পেনের পতাকা নিয়ে ট্রফি হাতে বসুন্ধরার উৎসবে যোগ দিলেন কোচ অস্কার ব্রুজনঢাকার ফুটবলে এ মৌসুমের অন্যতম আলোচিত দল নবাগত বসুন্ধরা কিংস। বিদেশি কোচ-খেলোয়াড় নিয়ে দারুণ শক্তিশালী দল গড়েছে তারা। মৌসুমের প্রথম টুর্নামেন্ট ফেডারেশন কাপের ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেনি। তবে দ্বিতীয় টুর্নামেন্টের ট্রফি হাতছাড়া করেনি। স্বাধীনতা কাপের চ্যাম্পিয়ন বসুন্ধরায় চলছে বিজয়োৎসব।

ফাইনালে শেখ রাসেল ক্রীড়া চক্রকে ২-১ গোলে হারিয়ে উচ্ছ্বসিত অস্কার ব্রুজন। উৎসবের মাঝে বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ বললেন, ‘আমরা সেরা দল হিসেবে  ট্রফি জিতেছি। এই শিরোপা জয়ের সব কৃতিত্ব খেলোয়াড়দের। তারা শেষ পর্যন্ত লড়াই করেছে বলেই শিরোপা এসেছে। আমি খুব খুশি। কঠোর পরিশ্রমের ফল পেয়েছে আমাদের দল।’

সাসপেনশন ও ইনজুরির কারণে কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ফাইনালে খেলতে পারেননি। ব্রুজন অবশ্য সাফল্যের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন, ‘ফাইনালে নিয়মিত একাদশের কয়েকজনকে না পেলেও আমি আশাবাদী ছিলাম। কারণ আমাদের রিজার্ভ বেঞ্চ যথেষ্ট ভালো।’

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে অতিরিক্ত সময়ে গোল করে বসুন্ধরাকে জয় এনে দিয়েছেন ফরোয়ার্ড মতিন মিয়া। ফাইনালের জয়সূচক গোলদাতার কথা, ‘আমার গোলে দল প্রথম শিরোপা পেয়েছে। আমি তাই খুব খুশি। বদলি খেলোয়াড় হিসেবে নামলেও গোল করার আত্মবিশ্বাস ছিল আমার।’

বসুন্ধরা কিংসে যখন উৎসবের আলো তখন শেখ রাসেল ক্রীড়া চক্রে রাজ্যের অন্ধকার। দলটির কোচ সাইফুল বারী টিটুর কণ্ঠ হতাশায় নিমজ্জিত, ‘আমার দল ভালো খেলেছে। কিন্তু মতিন মিয়ার গোলটি আমরা ওদের উপহার দিয়েছি। বিপলু পুরো ম্যাচ ভালো খেললেও জয়সূচক গোলের সময় মতিনকে আটকাতে পারেনি।’