এভারটনকে হারিয়ে শীর্ষে ম্যানসিটি

লাপোর্তের গোল উদযাপনলিভারপুল কোনও সহায়তা পেলো না এভারটনের কাছ থেকে। দারুণ এক জয়ে ম্যানচেস্টার সিটি তাদের কাছ থেকে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থান পুনরুদ্ধার করলো।

বুধবার গুডিসন পার্কে এভারটনকে ২-০ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার দল। তারা লিগ কাপ ফাইনালে ওঠায় ম্যাচটি এগিয়ে আনা হয়।

২৬ ম্যাচে লিভারপুলের সমান ৬২ পয়েন্ট নিয়ে গোলব্যবধানে এগিয়ে থাকায় এক নম্বরে বসলো ম্যানসিটি। অথচ গত ১৯ জানুয়ারি লিভারপুলের চেয়ে ৭ পয়েন্ট পেছনে ছিল তারা।

এই মৌসুমে আয়মেরিক লাপোর্তের দ্বিতীয় লিগ গোলে এগিয়ে যায় ম্যানসিটি। ম্যাচের শেষ দিকে দ্বিতীয় গোল করেন গ্যাব্রিয়েল জেসুস।

লেরয় সানে তৃতীয় মিনিটে ম্যানসিটির প্রথম সুযোগ গ্রহণে ব্যর্থ হন। ইকে গুন্দোগানের কর্নার থেকে হেডে লক্ষ্যভেদ করতে পারেননি লাপোর্তে। সিটির সুযোগ নষ্টের মহড়া চলতে থাকে আরও সময়। দাভিদ সিলভার নিচু ক্রস থেকে গুন্দোগানের শট লাগে ক্রসবারে।

এই সুযোগে আক্রমণে যেতে থাকে এভারটন। যদিও ম্যানসিটি গোলরক্ষক এদারসনকে কঠিন পরীক্ষা দিতে হয়নি। বরং প্রথমার্ধের শেষ দিকে গোলমুখ খোলে অতিথিরা। সিলভার দুর্দান্ত ফ্রি কিকে শক্তিশালী হেডে গোল করেন লাপোর্তে।

দ্বিতীয়ার্ধের শুরুতে এভারটনের ইদ্রিসা গুয়েইর দূর পাল্লার শট ঠেকান এদারসন। এরপরই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ম্যানসিটি। সের্হিয়ো আগুয়েরো ও সিলভা একটুর জন্য গোল করতে পারেননি। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে দ্বিতীয় গোলে জয় নিশ্চিত করে ম্যানসিটি। ইনজুরি সময়ের সপ্তম মিনিটে জেসুসের শট পিকফোর্ড ফিরিয়ে দিলেও দ্বিতীয়বারের প্রচেষ্টায় ২-০ করেন ব্রাজিলিয়ান তারকা।

আগামী শনিবার বোর্নমাউথের বিপক্ষে জিতলে আবার ম্যানসিটিকে টপকে শীর্ষে উঠে যাবে লিভারপুল।