দ্রুত মাঠে ফেরার আশা নেইমারের

ইনস্টাগ্রামে নেইমারের পোস্টএক বছরের মধ্যে দ্বিতীয়বার একই চোটে মাঠের বাইরে গেছেন নেইমার। কিন্তু দমে যাচ্ছেন না তিনি। নিজের ২৭তম জন্মদিনের অনুষ্ঠানে ক্রাচে ভর দিয়ে অশ্রুসিক্ত হয়েছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এবার অদম্য মানসিকতার নেইমারকে খুঁজে পাওয়া গেল ইনস্টাগ্রামে।

গত জানুয়ারিতে ফরাসি কাপে স্ট্রাসবুর্গের বিপক্ষে ডান পায়ের গোড়ালিতে মেটাটারসালে চোট পান নেইমার। অন্তত ১০ সপ্তাহের জন্য ছিটকে গেছেন তিনি। এতে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে শেষ ষোলোর প্রথম লেগে খেলা হয়নি তার, পারবেন না ফিরতি লেগেও খেলতে। তবে সম্ভাব্য কোয়ার্টার ফাইনালে ফিরতে মুখিয়ে ২৭ বছর বয়সী ফরোয়ার্ড।

ইউটিউব শো ফুই ক্লিয়ারকে তিনি বলেছেন, ‘সব ভালোর দিকে যাচ্ছে। চিকিৎসা ঠিকভাবে হচ্ছে। যতটা সম্ভব দ্রুত সেরে উঠতে সব কিছুই করা হচ্ছে। চিকিৎসার অগ্রগতিতে আমরা খুশি।’

নেইমার আরও যোগ করেছেন, ‘আমি আমার জীবনের সবচেয়ে ভালোবাসার কাজ ফুটবল খেলতে উন্মুখ হয়ে আছি। আমাদের ধারণা অনুযায়ী ৮ থেকে ১০ সপ্তাহ (সুস্থ হওয়ার সময়) লাগবে। তাই আমি সর্বোচ্চ ১০ সপ্তাহ ধরে রেখেছি। এই প্রক্রিয়া দ্রুত করতে আমরা ব্যবস্থা নিয়েছি।’

এই ভিডিওর পরপরই ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি দিয়েছেন নেইমার। একটি ব্যক্তিগত বিমানের সামনে দুই হাতে ক্রাচ তুলে বুকের কাছে নেওয়া ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের ছবির ক্যাপশন ছিল, ‘কারণ জীবন যোদ্ধাদের জন্য, কোনও কিছুই আমাকে দুর্বল করতে পারবে না।’ গোল ডটকম