বার্সেলোনা ছেড়ে রাশিয়ান ক্লাবে ম্যালকম

ম্যালকমমাত্র এক বছর ন্যু ক্যাম্পে থাকার সুযোগ পেলেন ম্যালকম। গত গ্রীষ্মের দলবদলে বার্সেলোনায় যোগ দিয়ে পরের ট্রান্সফার মৌসুমেই ছেড়ে গেলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। কাতালান ক্লাব থেকে তিনি যোগ দিয়েছেন রাশিয়ান ক্লাব জেনিত সেন্ট পিটার্সবার্গে।

৪০ মিলিয়ন ইউরোতে ন্যু ক্যাম্প ছেড়ে জেনিতে যোগ দিয়েছেন ম্যালকম। পাঁচ বছরের চুক্তিতে আনুষঙ্গিক আরও ৫ মিলিয়ন ইউরো পাবে বার্সেলোনা। গত গ্রীষ্মের দলবদলে ফরাসি ক্লাব বোর্দু থেকে ৪১ ‍মিলিয়ন ইউরোতে নাম লিখিয়েছিলেন তিনি কাতালান ক্লাবটিতে।

এক মৌসুমে বার্সেলোনার জার্সিতে সুযোগ পাওয়া ২৪ ম্যাচে ‍লক্ষ্যভেদ করেছেন তিনি চারবার, যার মধ্যে কোপা দেল রে’তে রিয়াল মাদ্রিদের বিপক্ষে আছে ১ গোল। অনেক আশা নিয়ে ম্যালকমকে নিয়ে এলেও এরনেস্তো ভালভারদের দলে খুব একটা সুযোগ হয়নি তার। লা লিগা জয়ের স্মৃতি নিয়ে বার্সেলোনা ছেড়ে গেলেন ম্যালকম।

জাতীয় দল ব্রাজিলের হয়ে এখনও খেলার সুযোগ হয়নি এই ফরোয়ার্ডের। ২০১৮ সালে তিতের দলে ডাক পেলেও আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়নি ম্যালকমের। মার্কা, বিবিসি