আবারও চোট দেম্বেলের

উসমান দেম্বেলেমাঠের চেয়ে বাইরেই বেশি সময় কাটাতে হচ্ছে উসমান দেম্বেলেকে! বারবার চোটের ধাক্কায় ছিটকে যাচ্ছেন ফরাসি ফরোয়ার্ড। নতুন মৌসুম শুরু হতে না হতেই আবার চোটে পড়েছেন তিনি। নতুন করে পাওয়া হ্যামস্ট্রিং ইনজুরিতে পাঁচ সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যেতে হয়েছে তাকে।

সোমবার বার্সেলোনা নিশ্চিত করেছে বাম হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন দেম্বেলে। সেরে উঠতে পাঁচ সপ্তাহের মতো সময় লাগবে। লা লিগা মৌসুমের প্রথম ম্যাচেই চোট পেয়েছেন এই ফরাসি তরুণ। শুক্রবার রাতে অ্যাথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ১-০ গোলে হারের ম্যাচে আঘাত পান তিনি। পুরো ম্যাচ খেললেও অস্বস্তিতে ভুগেছেন শেষ পর্যন্ত। এরপর সোমবারের পরীক্ষা-নিরীক্ষায় চোট ধরা পড়ে তার।

২০১৭ সালে ক্যাম্প ন্যুতে যোগ দেওয়ার পর এ নিয়ে ষষ্ঠবার ইনজুরিতে পড়লেন দেম্বেলে। আর মাংশপেশির সমস্যা দেখা দিলো তৃতীয়বারের মতো। সব মিলিয়ে বার্সেলোনায় আসার পর ফরাসি ফরোয়ার্ডকে এখন পর্যন্ত ২২৮ দিন মাঠের বাইরে কাটাতে হয়েছে চোটের কারণে। সবচেয়ে মারাত্মক ছিল কাতালান ক্লাবে নাম লেখানোর পরপরই, যোগ দিয়েই ছিটকে গিয়েছিলেন ১০০ দিনের জন্য।

যার ফলে বার্সেলোনার খেলা ১২০ ম্যাচের মধ্যে মাত্র ৬৬ ম্যাচে খেলতে পেরেছেন দেম্বেলে। ১২০ মিলিয়ন ইউরোতে ন্যু ক্যাম্পে এসে তার ম্যাচ খেলার হার ৫৫ শতাংশ!

বারবার ইনজুরিতে পড়ার বিষয়টি বার্সেলোনা কর্তৃপক্ষ, কোচিং স্টাফ, এমনকি খেলোয়াড়ও ভালোভাবে নিচ্ছেন না। ইনজুরিতে ছিটকে গিয়ে ছন্দ হারানো দেম্বেলে নিজেকে খুঁজে পেতে না পেতেই আবার মাঠের বাইরে চলে যাচ্ছেন চোট ধাক্কায়। মার্কা