নেপালকে হারালেই ফাইনালে বাংলাদেশ

78357043_771183486640657_5480340194810920960_nশ্রীলঙ্কাকে ৩-০ গোলে উড়িয়ে এসএ গেমসে প্রথমবার সোনার লড়াইয়ের ম্যাচে ভুটান। ১০ ডিসেম্বরের ম্যাচে তাদের প্রতিপক্ষ কে, সেটা নির্ধারণ হবে রবিবার স্বাগতিক নেপাল ও বাংলাদেশের ম্যাচ শেষে। ৩ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে ও গোল ব্যবধানে স্বাগতিকদের চেয়ে পিছিয়ে থাকলেও ম্যাচটি জিতলেই বাংলাদেশ উঠবে ফাইনালে।

শনিবার মালদ্বীপের বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ গোলে জেতে নেপাল। ৩ ম্যাচে ২ জয় ও এক ড্রয়ে স্বাগতিকরা ৭ পয়েন্ট নিয়ে ছিল শীর্ষে। দিনের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ভুটান তাদের ছাড়িয়ে যায়। ৪ ম্যাচে টানা ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে ফাইনালে উঠেছে তারা।

বাংলাদেশ ৩ ম্যাচে একটি করে জয়, ড্র ও হারে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। কাল তারা জিতলে নেপালের সমান ৭ পয়েন্ট হবে। পয়েন্টে দুই দল সমান হলেও বাইলজ অনুযায়ী হেড টু হেড হিসেব করা হবে জানান অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের (আনফা) লিগ ডিরেক্টর সঞ্জীব মিশ্র, ‘নেপালের বিপক্ষে জিতে গেলে বাংলাদেশ ফাইনালে উঠে যাবে, কারণ পয়েন্ট সমান হলে তখন হেড টু হেড হিসেব করা হবে।’

বাংলাদেশ দলের ম্যানেজার সত্যজিৎ দাশ রুপুও বলেছেন একই কথা, ‘নেপালের বিপক্ষে আমাদের জিততেই হবে। জিতলে দুই দলের পয়েন্ট সমান হবে। তখন হেড টু হেডে আমরা ফাইনালে যাবো। হ্যান্ডবুকে এভাবেই নিয়ম দেওয়া আছে। আমরা সেটা মাথায় রেখেই আগামীকাল মাঠে নামবো। হিসেব-নিকেশ যাই থাকুক না কেন, জেতাটাই আমাদের মূল লক্ষ্য।’