ফিফা-ব্যাজ পেয়ে মধুর অপেক্ষায় জয়া

ফিফা-ব্যাজ হাতে জয়া চাকমাবাংলাদেশের প্রথম ফিফা মহিলা রেফারি তিনি। গত ৫ ডিসেম্বর ফিফার স্বীকৃতি পেয়েছেন। আর আজ শনিবার আনুষ্ঠানিকভাবে জয়া চাকমা পেলেন ফিফা-ব্যাজ। বাফুফে ভবনে ফিফা ইন্সট্রাক্টর ফারকাদ আব্দুল্লায়েভ তার হাতে ব্যাজ তুলে দেন।

ফিফা-ব্যাজ পেয়ে জয়া উচ্ছ্বসিত। এখন আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার অপেক্ষায় এই ‘পাহাড়ি কন্যা’, ‘নিজের কাছেই অন্যরকম লাগছে। আগেই চিঠি পেয়েছিলাম। এবার পেলাম ফিফা ব্যাজ। আগামী এক বছর আমার জন্য বড় পরীক্ষা। এই সময়ে ফিফা-এএফসির যে ম্যাচগুলোই পাবো তা ভালোভাবে পরিচালনা করতে হবে। এটা আমার জন্য নতুন চ্যালেঞ্জ।’

তবে এখনও পর্যন্ত ফিফা-এএফসি থেকে কোনও দায়িত্ব তার ওপর বর্তায়নি। জয়া আশা করছেন শিগগিরই তা পেয়ে যাবেন। তার কথায়, ‘এখন সিনিয়রদের প্রতিযোগিতা চালাতে আমার কোনও সমস্যা হবে না। বছরের শুরুর দিকে হয়তো নতুন অ্যাসাইমেন্ট পেয়ে যেতে পারি। তারই অপেক্ষায় আছি।’